দীর্ঘ দু'দশক পর ফের বাঘের দেখা মিলল মহানন্দা অভয়ারণ্যে। ন্যাওড়াভ্যালির পর এবার মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতেও রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা মেলায় উচ্ছ্বাস বনদফতরে। জানা গিয়েছে, অনুমানের ভিত্তিতেই গভীর জঙ্গলে ক্যামেরা বসানো হয়েছিল।
সেই ক্যামেরাতেই ধরা পড়েছে দক্ষিণরায়ের গতিবিধি। বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক নিজের ফেসবুক পেজে মহানন্দা অভয়ারণ্যে ক্যামেরায় ধরা পড়া সেই বাঘের ছবি পোস্ট করেছেন।
মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির কাছেই রয়েছে শালগুড়া আর্মি ক্যাম্প। ওই এলাকাতেই এর আগে ১৯৯৯ সালে বাঘের দেখা মিলেছিল। তারও বছর দশেক পরে ফের একবার বাঘের পায়ের ছাপ দেখা গেলেও জঙ্গলের ডোরাকাটার সন্ধান মেলেনি। তবে এবার গভীর জঙ্গলে বসানো ক্যামেরায় ধরা পড়ল বাঘের ছবি। দার্জিলিং জেলার এই অভয়ারণ্যের মোট আয়তন ১২৭ বর্গ কিলোমিটার। এখানকার ঘন জঙ্গলে ভাল্লুক, হরিণের দেখা মেলে। তবে জঙ্গলে বাঘের দেখা মেলায় উচ্ছ্বাসে ভাসছেন বনাধিকারিকরা।
আরও পড়ুন- দহনজ্বালা জুড়োতে দুয়ারেই বৃষ্টি! জেনে নিন দিনক্ষণ
এর আগে ন্যাওড়াভ্যালি ন্যাশনাল পার্ক, বক্সা টাইগার রিজার্ভে রয়্যাল বেঙ্গল টাইহারের দেখা মিলেছিল। মহানন্দা অভয়ারণ্যে বাঘ রয়েছে বলে অনুমান করা গেলেও দেখা মেলেনি। এবার সেই সাধও পূরণ হল। এই জঙ্গলে বেশ কয়েকটি বাঘ থাকতে পারে বলে অনুমান করছেন বনকর্তারা।
বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ফেসবুকে বাগের ছবি পোস্ট করে লিখেছেন, 'বাঘের দেখা মিলল, মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে ৷ রাজ্য বন দফতর সূত্রে খবর, বাঘ আছে এমন জানতে পেরে, জঙ্গলের একাধিক জায়গায় ট্র্যাপ ক্যামেরা বসানো হয়েছিল। আর সেই ট্র্যাপ ক্যামেরাতেই এই বাঘের হদিশ মিলেছে।'