বিপুল পরিমাণ নগদ টাকা-সহ এক ব্যক্তি গ্রেফতার হাওড়া স্টেশনে। 'অপারেশন সতর্ক'-এর আওতায় ক্রাইম প্রিভেনশন অ্যান্ড ডিটেকশন স্কোয়াড/হাওড়া, সিআইবি/হাওড়া এবং আরপিএফ পোস্ট/হাওড়া দক্ষিণের আধিকারিকরা যৌথভাবে অভিযান চালিয়েছিলেন। বিপুল পরিমাণ নগদ টাকার সাপেক্ষে কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেননি ওই ব্যক্তি। গ্রেফতারের পর ওই ব্যক্তিকে শুল্ক বিভাগের কর্মীদের হাতে তুলে দেওয়া হয়েছে।
আরপিএফ এর আগেও সফলতার সঙ্গে এমন একাধিক অভিযান চালিয়েছে। সেই সব অভিযানে যেমন বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার হয়েছে তেমনই পাচারের আগেই বাজেয়াপ্ত করা গিয়েছে সোনাও। ফের একবার সাফল্য আরপিএফ-এর ঝুলিতে। গত ২৮ নভেম্বর যৌথভাবে হাওড়া স্টেশনে একটি অভিযান চালিয়েছিলেন আরপিএফ-এর কর্মীরা।
আরও পড়ুন- জাতীয় সঙ্গীতের অবমাননা: বিজেপির ৫ বিধায়কের বিরুদ্ধে বিরাট পদক্ষেপ লালবাজারের
'অপারেশন সতর্ক'-এর অধীনে চালানো এই যৌথ অভিযানে মেলে সাফল্য। জানা গিয়েছে, এক ব্যক্তি নগদ ২৩ লক্ষ ৭৯ হাজার টাকা নিয়ে যাচ্ছিলেন। তাঁকে আটক করতেই ওই টাকার সন্ধান মেলে। ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শুরু করেন আরপিএফ-এর আধিকারিকরা।
ওই টাকার সাপেক্ষে তাঁর কাছে কোনও বৈধ কাগজপত্র রয়েছে কিনা তা জিজ্ঞাসা করা হয়। যদিও এমন কোনও কাগজপত্র দেখাতে পারেননি ওই ব্যক্তি। তাঁকে শুল্ক বিভাগের আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়।