Advertisment

Eastern Rail: মাস্টারস্ট্রোক রেলের! যাত্রী পরিষেবা মসৃণ করতে নজিরবিহীন পদক্ষেপ চর্চায়!

Eastern Rail: যাত্রী পরিষেবা মসৃণ করতে এর আগেও নানাবিধ পদক্ষেপ করতে দেখা গিয়েছিল পূর্ব রেলকে। একইসঙ্গে সংস্থার আয় বাড়াতেও মাঝেমধ্যেই নানা ড্রাইভ চালায় রেল। এবার পূর্ব রেলের এই ডিভিশনের তরফেও চালানো হল এমনই এক পদক্ষেপ। পূর্ব রেলের তরফে রীতিমতো বিবৃতি দিয়ে এব্যাপারে বিশদে জানানো হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Eastern Railway decided to keep reservation counter open even on Sunday morning

Eastern Railway: যাত্রীদের মসৃণ ও নিরাপদ যাত্রা সুনিশ্চিত করতে দুরন্ত তৎপরতা পূর্ব রেলের।

Eastern Railway: রীতিমতো একটি নতুন দৃষ্টান্ত গড়ে ফেলেছে পূর্ব রেলের হাওড়া ডিভিশন। নিষ্ঠা ও সতর্কতার এক উল্লেখযোগ্য প্রদর্শনে পূর্ব রেলের হাওড়া ডিভিশনের টিকিট চেকিং কর্মীরা সাম্প্রতিক টিকিট চেকিং অভিযানে চিত্তাকর্ষক ফল পেয়েছেন। ২০ দিনে অর্থাৎ গত ১ আগস্ট থেকে ২০ আগস্ট, ২০২৪ পর্যন্ত হাওড়া ডিভিশনের টিকিট পরীক্ষকরা প্রায় ১ কোটি ১৫ লক্ষ টাকা জরিমানা বাবদ আদায় করেছেন।

Advertisment

পূর্ব রেলের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, এই সময়ের মধ্যে মোট প্রায় ৪৬ হাজার বিনা টিকিটের যাত্রী এবং অনুপযুক্ত টিকিটের যাত্রীদের জরিমানা করা হয়েছে। বিনা টিকিটে যাত্রা এড়াতে এবং প্রকৃত যাত্রীদের জন্য একটি নিরাপদ, ঝামেলা-মুক্ত যাত্রা নিশ্চিত করতেই হাওড়া ডিভিশনের রেলকর্মীগদের এই দারুণ কীর্তি।

রেলের তরফে আরও জানানো হয়েছে, সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার এবং তাঁর অফিসার ও ইন্সপেক্টরদের দল বিনা টিকিটের যাত্রীদের গ্রেফতার করার জন্য কাজ করেছিলেন। বিশেষ এই অভিযান চালিয়ে মেটাাকা এসেছে রেলের ভাঁড়ারে।

আরও পড়ুন- One Station One Product: স্টেশনে ব্যবসা করবেন? সামান্য লগ্নিতেই ‘বাম্পার আয়’! ‘ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট’ স্টলের আবেদন কীভাবে?

publive-image
চলছে বিশেষ টিকিট পরীক্ষা অভিযান।

আরও পড়ুন- Abhishek Banerjee: অভিষেক কন্যাকে ভয়ঙ্কর হুমকি, নিন্দায় গর্জে উঠলেন ডেরেক ও ব্রায়েন

হাওড়া ডিভিশনে বিশেষ টিকিট পরকীক্ষা অভিযান সম্পর্কে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, "আমাদের মূল লক্ষ্য টিকিটবিহীন যাত্রীদের কাছ থেকে টিকিট চেকিংয়ের মাধ্যমে রাজস্ব অর্জন করা নয়, বরং সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন সচেতনতা প্রচারের মাধ্যমে পূর্ব রেল যথাযথ টিকিট কেনার আবেদন জানিয়েছে। টিকিট বুকিংয়ের বিভিন্ন পদ্ধতি রয়েছে যেমন উইন্ডো, এটিভিএম এবং অনলাইনও। টিকিট ছাড়া যাত্রীদের কেবল মোটা অঙ্কের জরিমানা দিতে হয় না, সমাজে তাদের ভাবমূর্তিও হারাতে হয়।"

আরও পড়ুন- RG Kar Protest: আরজি কর ইস্যুতে মিছিল, স্কুলগুলিকে শোকজের তুমুল প্রতিবাদ, এবার পথে প্রধান শিক্ষকরা

indian railway Eastern Railway Howrah Division
Advertisment