আবারও কলকাতায় যকের ধনের হদিশ। সূত্র মারফত পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে নিউটাউনের কল সেন্টার থেকে উদ্ধার কাঁড়ি-কাঁড়ি টাকা। টাকার পাহাড় উদ্ধারের পাশাপাশি বেশ কয়েকটি বিলাসবহুল গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে। মিলেছে বিপুল পরিমাণে সোনার গয়না ও মূল্যবান বেশ কিছু সামগ্রীও। এই ঘটনায় মোট গ্রেফতার বেড়ে ৬।
বিধাননগর পুলিশ কমিশারেটের তরফে জানানো হয়েছে, নিউটাউনের সংকল্প হাউজিং কমপ্লেক্সের ওই কল সেন্টারে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে ৩ কোটি ৮২ লক্ষ টাকা। কীভাবে এই ভুয়ো কল সেন্টারের হদিশ পেল পুলিশ? বিধাননগর কমিশনারেটের ডিসি জানিয়েছেন, চলতি মাসের ২ তারিখ নাকা চেকিং চালানোর সময় একটি গাড়ি থামিয়ে নগদ ১৩ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছিল। গাড়িতে থাকা চারজনকে পুলিশ গ্রেফতারও করে। ধৃতরা দিল্লি ও গুজরাটের বাসিন্দা ছিলেন।
আরও পড়ুন- সহ্যের সীমা ছাড়াবে গরম! জেরবার দশার শুরু কবে নাগাদ? জানুন লেটেস্ট আপডেট
পরে ওই চারজনকে জেরার পর লিলুয়াতে হানা দিয়েছিল পুলিশ। সেখানে তল্লাশি চালিয়ে আরও ২ জনকে গ্রেফতার করা হয়। পরে ধৃতদের জেরা করেই নিউটাউন ও সল্টলেকে একাধিক ভুয়ো কল সেন্টারের হদিশ মেলে।
পরে সল্টলেক ও নিউটাউনের একাধিক ফ্ল্যাটেও তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ টাকা, সোনার গয়না, কম্পিউটার, ল্যাপটপ, বিলাসবহুল একাধিক গাড়ি বাজেয়াপ্ত করা হয়। পরে গতকালই নিউটাউনের সংকল্প হাউজিং কমপ্লেক্সের ওই ভুয়ো কল সেন্টারে হানা দেয় পুলিশ। সেখানেই মেলে প্রায় ৪ কোটি নগদ টাকা। বিধাননগর পুপিশ কমিশনারেটের কর্তাদের দাবি, পুরো চক্রটাই বেআইনি। বেআইনিভাবে ঋণ পাইয়ে দেওয়ার নামে টাকা তুলত ওই চক্র। এমনকী হুমকি-তোলাবাজি করেও টাকা তুলত এই চক্র।