লোকসভা নির্বাচনে আগে ফের একবার দিল্লিতে তলব সুকান্ত-শুভেন্দুদের। সোমবারই দিল্লিতে আরএসএস-এর শীর্ষ নেতৃত্বের সঙ্গে বঙ্গ বিজেপির পদাধিকারীদের গুরুত্বপূর্ণ বৈঠক। সাংগঠনিক একাধিক বিষয়ে চুলচেরা আলোচনা। সুকান্ত মুজুমদার, শুভেন্দু অধিকারী ছাড়াও অমিতাভ চক্রবর্তীরও ওই বৈঠকে থাকার কথা।
আগামী বছরেই লোকসভা নির্বাচন। এবারও পশ্চিমবঙ্গে সাফল্যের মুখ দেখতে মুখিয়ে মোদী, শাহ, নাড্ডারা। বাংলার লোকসভা নির্বাচনে বিজেপিকে সাফল্যের স্বাদ দিতে বড় ভূমিকা নিচ্ছে সঙ্ঘ পরিবারও। এমনিতে আগামী বছরের লোকসভা নির্বাচনের সবরকম প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি। রাজ্যজুড়ে সাংগঠনিক বৈঠকের সংখ্যাও বাড়ানো হয়েছে। নিয়ম করে রাজ্য সফরে আসছেন কেন্দ্রীয় নেতারাও।
আরও পড়ুন- একবেলায় পঞ্চায়েত নির্বাচন নিয়ে ৭৩টি মামলার শুনানি, হাইকোর্টে সোমবার অনন্য নজির
তবে এবার পঞ্চায়েত ভোট মিটতেই সুকান্ত, শুভেন্দুদের দিল্লি ডেকে পাঠানোর পিছনে রয়েছে আরও কারণ। সরাসরি আরএসএস-র শীর্ষ নেতারা তাঁদের সঙ্গে বৈঠকে বসবেন। আজ সোমবারই সেই বৈঠক হওয়ার কথা। সংসদে বাদল অধিবেশন চলছে। রবিবারই দিল্লিতে পৌঁছে যান রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার।
আজ সকালে যাওয়ার কথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। দিল্লিতে সুকান্ত-শুভেন্দুর পাশাপাশি ওই বৈঠকে থাকার কথা দলের রাজ্য সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তীরও। ওই বৈঠকে থাকবেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বিএল সন্তোষও। এছাড়াও বিজেপির কেন্দ্রীয় নেতাদের অনেকে থাকবেন সেই বৈঠকে।