Rudranil Ghosh-BJP: রুদ্রনীলের হল কী? একে একে BJP-র বিভিন্ন শাখার সঙ্গে সংযুক্ত একগুচ্ছ WhatsApp গ্রুপ ছেড়ে বেরিয়ে গেলেন গেরুয়া দলের তারকা নেতা। বঙ্গে BJP-র দ্বিতীয় পর্বের তালিকা ঘোষণার পরপরই রুদ্রনীল ঘোষের (Rudranil Ghosh) এই পদক্ষেপ চূড়ান্ত জল্পনা তৈরি করেছে। তবে কি এবার গেরুয়া রঙে মোহভঙ্গ রুদ্রনীলের? ঝুঁকছেন অন্য কোনও রঙে? কারণটা স্পষ্ট না হলেও ভোটের আবহে জল্পনা কিন্তু চড়ছে।
এরাজ্যে দুই পর্বে ৩৯ আসনে প্রার্থী ঘোষণা করেছে BJP। তবে সেই প্রার্থী তালিকায় এখনও ঠাঁই হয়নি রুদ্রনীল ঘোষের। যদিও প্রার্থী না হওয়া নিয়ে ক্ষোভও প্রকাশ করেননি রুদ্রনীল। তবে এবার আবেভাবে যেন 'অভিমান-উষ্মা'টা বোঝালেন তারকা নেতা, এমনই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। সম্প্রতি বিজেপির বিভিন্ন শাখার সঙ্গে সংযুক্ত প্রায় ৭০টি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে 'লেফট' করে গিয়েছেন রুদ্রনীল ঘোষ। তাঁর এই পদক্ষেপ ঘিরেই চূড়ান্ত জল্পনা তৈরি হয়েছে।
হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে লেফট করা প্রসঙ্গে সংবাদমাধ্যমে রুদ্রনীল বলেছেন, "এগুলো অফিসিয়াল গ্রুপ নয়। কিছু গ্রুপে আমাকে ঢুকিয়েছিল। বেরিয়ে এসেছি। এত মেসেজ, ভিডিও মোবাইল স্লো হয়ে যায়।"
প্রার্থী হওয়া প্রসঙ্গে বিজেপির এই তারকা নেতা সংবাদমাধ্যমে আরও বলেন, "বীরভূম, আসানসোলের মতো আসন পড়ে আছে। ডায়মন্ড হারবারেও প্রার্থী ঘোষণা হয়নি। দল আমাকে প্রার্থী হওয়ার যোগ্য মনে করলে টিকিট দিতে পারে।"
উল্লেখ্য, এরাজ্যে এখনও পর্যন্ত ডায়মন্ড হারবার, ঝাড়গ্রাম, বীরভূমের মতো কেন্দ্রে BJP প্রার্থী ঘোষণা করেনি। আসানসোল কেন্দ্রে প্রার্থী ঘোষণা হলেও ভোজপুরী নায়ক-গায়ক পবন সিং (Pawan Singh) নিজে প্রথমে জানিয়েছিলেন তিনি আসানসোল (Asansol) থেকে প্রার্থী হতে চান না। যদিও পরবর্তী সময়ে তিনি তাঁর সিদ্ধান্ত থেকে সরেছেন বলেও সূত্রে খবর।
আরও পড়ুন- Sundarban: আত্মারাম খাঁচাছাড়া পর্যটকদের! সুন্দরবনে একেবারে বাঘের মুখোমুখি পর্যটকরা! তারপর?
এদিকে, এরাজ্যের দুই কেন্দ্রে বিধানসভা উপনির্বাচনও হতে চলেছে লোকসভা ভোটের (Lok Sabha Polls 2024) সঙ্গেই। বরানগর ও ভগবানগোলা কেন্দ্রে উপনির্বাচন হবে। বরানগর কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে দাপুটে নেতা সজল ঘোষকে (Sajal Ghosh)।
ভগবনাগোলায় বিজেপির বাজি ভাস্কর সরকার। বাম, কংগ্রেস ও তৃণমূল এখনও পর্যন্ত উপনির্বাচনে তাঁদের প্রার্থীদের নাম ঘোষণা করেনি। তবে কি রুদ্রনীল হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে দলের উপর চাপ বাড়াতে চাইলেন? শেষমেশ প্রার্থী না হলে কি আবারও দলবল করতে পারেন টলিউডের এই অভিনেতা ? জল্পনা চড়ছে।