Advertisment

জাতীয় সঙ্গীতের অবমাননা বিধানসভায়! শুভেন্দু-সহ ১২ বিজেপি বিধায়কের বিরুদ্ধে থানায় FIR

হেয়ার স্ট্রিট থানায় দায়ের অভিযোগ।

author-image
IE Bangla Web Desk
New Update
Sandeshkhali mamata banerje suvendu adhikari section 144 police

Mamata-Suvendu: মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী।

বুধবারই অভিযোগ উঠতে শুরু করেছিল। সাংবাদিক বৈঠকে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছিলেন, তিনি বিষয়টি খতিয়ে দেখছেন। এবার বিধানসভা চত্বরে জাতীয় সংগীতের অবমাননা করার অভিযোগে ১২ বিধায়কের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হল।

Advertisment

যা ঘটেছে

বুধবার বিধানসভা চত্বরে ধরনা দেন তৃণমূল বিধায়করা। রাজ্যের মন্ত্রী এবং শাসক দলের বিধায়কদের এই ধরনার নেতৃত্বে ছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যখন কলকাতায়, সেই সময় রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনার অভিযোগ জানিয়ে এই ধরনার সিদ্ধান্ত নিয়েছিলেন তৃণমূল নেতৃত্ব। সেই সময় জাতীয় সংগীত বাজানো হয়েছিল। পালটা, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির বিধায়করা বিধানসভা চত্বরে সেই সময় পালটা বিক্ষোভ দেখান। তাঁরা তৃণমূল বিধায়কদের লক্ষ্য করে, 'চোর, চোর' স্লোগান দেন।

এফআইআর দায়ের

তাতে জাতীয় সংগীতের অবমাননা হয়েছে। এই অভিযোগ জানিয়ে বৃহস্পতিবার ১২ বিজেপি বিধায়কের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেন বিধানসভার পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও তৃণমূলের উপমুখ্য সচেতক তাপস রায়। বিধানসভা হেয়ার স্ট্রিট থানার এলাকায় পড়ে। সেই জন্যই কলকাতা পুলিশের হেয়ার স্ট্রিট থানায় বিজেপির ১২ বিধায়কের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

স্পিকারের কথা

মন্ত্রীদের এই এফআইআর দায়েরের আগে বৃহস্পতিবার বিজেপি বিধায়কদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, 'ওঁরা (বিজেপি বিধায়করা) যা করেছেন, তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।' বিজেপির পক্ষ থেকে থেকে দাবি করা হয়েছে, তাঁরা জাতীয় সংগীত শুনতে পাননি। সেই প্রসঙ্গে স্পিকার বলেন, 'ওঁরা জাতীয় সংগীত শুনতে পেয়েছেন কি পাননি, তা আমার জানার কথা নয়।'

ফিরহাদের বক্তব্য

স্পিকারের পাশাপাশি, কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমও বিজেপি বিধায়কদের বিরুদ্ধে জাতীয় সংগীতের অবমাননা ইস্যুতে মুখ খোলেন। নারদ মামলায় হাজিরা দিতে এসে আদালত চত্বরে দাঁড়িয়ে ফিরহাদ বলেন, 'জাতীয় সংগীতের অবমাননার অভিযোগ উঠেছে। এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। আইন আইনের পথে চলবে। দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।'

আরও পড়ুন- লক্ষ্মীবারেও উত্তপ্ত বিধানসভা চত্বর, তৃণমূল বিধায়কদের চোর স্লোগানের জেরে পাল্টা ধর্নায় শুভেন্দুরা

শুভেন্দু যা জানিয়েছেন

রাজ্যের শাসক দলের এই এফআইআরের বিরুদ্ধে মুখ খুলেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, 'অভিযোগে নানা ভুল আছে। যে ১২ বিধায়কের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে, তার মধ্যে শোভন কাঞ্জিলালের নাম আছে। তিনি বিজেপি থেকে ইতিমধ্যেই তৃণমূলে যোগ দিয়েছেন। এছাড়াও নাম আছে চন্দ্রাণী বাউরির। আমাদের এই নামে কোনও বিধায়ক নেই। যিনি আছেন, তাঁর নাম চন্দনা বাউরি। এফআইআরে অভিনেতা-বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের নাম আছে। অথচ, হিরণ চট্টোপাধ্যায় বুধবার বিধানসভাতেই আসেননি। এর জবাব আদালতেই দেব।'

West Bengal Suvendu Adhikari West Bengal Assembly bjp tmc Mamata Banerjee
Advertisment