Advertisment

বিধ্বস্ত ইউক্রেন, ভিডিও কলে-ই সন্তানদের দেখে সান্ত্বনা খোঁজার চেষ্টায় আতঙ্কিত পরিবারগুলি

ইউক্রেন রুশ আগ্রাসন। আটক বহু ভরাতীয় পড়ুয়া। এ রাজ্যের একাধিক ছাত্র-ছাত্রীও আটকে গিয়েছে

author-image
IE Bangla Web Desk
New Update
russia ukraine war row indian students want to camo back

আপাতত ভরসা ভিডিও কলেই। ছবি- মধুমিতা দে

ইউক্রেন রুশ আগ্রাসন। আটক বহু ভরাতীয় পড়ুয়া। এ রাজ্যের একাধিক ছাত্র-ছাত্রীও আটকে গিয়েছে । কেউ ফেরার সুযোগ পাচ্ছেন না। কেউ আবার বিমানের টিকিট কেটেও যুদ্ধের জন্য দেশমুখী হতে পারেননি।

Advertisment

যেমন ডাক্তারি পরতে গিয়ে মালদার ইংরেজারের শোভানগরের নৌদা বাজারের ছাত্র সোহান মহলদার ইউক্রেনে আটকে রয়েছেন। সে চতুর্থ বর্ষের ছাত্র। এদিন হোয়াটসঅ্যাপে জানান,ইউক্রেনে ডাক্তারি পরতে গিয়েছেন। সেখানে ভারতমুখী ফ্লাইট ধরার জন্য বেড়িয়েছিলেন। কিন্তু ফ্লাইট ক্যান্সাল হয়ে গিয়েছে। ফলে তাঁদের একটি স্কুলে রাখা হয়েছে। সেখানে ৩০জন ছাত্র রয়েছে। সেখানে একাই বাঙালি সে।

প্রতিনিয়ত বোমার শব্দে আতঙ্কে সোহান।

রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের দ্বিতীয় দিনের মধ্যেই প্রাণ গিয়েছে শতাধীক মানুষের। যুদ্ধ বিধ্বস্ত পরিস্থিতির মধ্যেই একরাশ আতঙ্ক বুকে নিয়ে ইউক্রেনে আটকে রয়েছে বহু ভারতীয় পড়ুয়া। আটকে পড়াদের মধ্যে

এই রাজ্যের পূর্ব বর্ধমানের কালনা মহকুমার তিন বাঙালি পড়ুয়াও রয়েছেন। সন্তানরা যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে কিভাবে বাড়ি ফিরবে তা ভেবেই এখন চরম উৎকন্ঠায় রয়েছেন এই পড়ুয়াদের অভিভাবকরা।

publive-image
হালদার পরিবারের সন্তানদের সঙ্গে কথা।

কালনার মুক্তারপুর এলাকার একই পরিবারের দুই পড়ুয়া বিকাশ হালদার ও বিভাস হালদার। তাঁরা কম্পিউটার ডিপ্লোমা করতে ইউক্রেনে যায় বলে পরিবার সদস্যরা জানিয়েছেন। এই পড়ুয়াদের পরিবার সদস্য ধনঞ্জয় হালদার জানিয়েছেন, বৃহস্পতিবার দুই ভাই হোস্টেল ছেড়ে ভারতীয় দূতাবাসে চলে গিয়েছে। ওই দিন অনলাইনে তাঁদের সঙ্গে পরিবারের সদস্যদের কথা হয়েছে। বিভাষ ও বিকাশ দু'জনেই পরিবার সদস্যদের জানিয়েছে, ইউক্রেনের পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক।

Russia-Ukraine Row russia Ukraine Crisis Ukraine Malda
Advertisment