Advertisment

Manicktala By Election: মানিকতলায় তৃণমূলের প্রার্থী কে? মমতার উপস্থিতিতে গুরুত্বপূর্ণ বৈঠকে নাম প্রায় পাকা!

Manicktala By Election-TMC: আগামী ১০ জুলাই মানিকতলা, রানাঘাট দক্ষিণ, বাগদা এবং রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে। উপনির্বাচনের জন্য বিজ্ঞাপন দেওয়া হবে আগামী ১৪ জুন। এই উপনির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ হল আগামী ২১ জুন।

author-image
IE Bangla Web Desk
New Update
Sadhan Pandeys wife Supti Pandey may be TMC candidate in Manicktala by election

Mamata Banerjee: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Manicktala By Election: লোকসভা ভোট-পর্ব মিটতে না মিটতেই ফের ভোটের ঘণ্টা বেজে গেল বাংলায়। রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা ইতিমধ্যেই হয়ে গিয়েছে। কলকাতার মানিকতলা ছাড়াও বাগদা, রানাঘাট দক্ষিণ এবং রায়গঞ্জ কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন হতে চলেছে আগামী ১০ জুলাই। এবার মানিকতলা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হওয়ার জোরালো সম্ভাবনা সুপ্তি পাণ্ডের। সুপ্তি দেবী প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী সাধন পাণ্ডের স্ত্রী।

Advertisment

সূত্র মারফত জানা গিয়েছে, মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক হয়েছে সুপ্তি পাণ্ডের। সেই বৈঠকে কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ, বেলেঘাটার বিধায়ক পরেশ পাল, কুণাল ঘোষরা উপস্থিত ছিলেন।

গুরুত্বপূর্ণ সেই বৈঠকেই মানিকতলা বিধানসভা উপনির্বাচনের প্রার্থী হিসেবে সুপ্তি পাণ্ডের নাম স্থির হয়েছে বলে সূত্রের দাবি। যদিও তৃণমূল কংগ্রেসের তরফে এ ব্যাপারে এখনও স্পষ্ট কোনও ঘোষণা হয়নি।

আরও পড়ুন- Mamata Banerjee: জেনারেল ক্যাটাগরি, সংখ্যালঘু পড়ুয়ারা এখবর আগে পড়ুন! ‘স্বপ্নের দরজা’ খুলে দিলেন মুখ্যমন্ত্রী

আগামী ১০ জুলাই মানিকতলা, রানাঘাট দক্ষিণ, বাগদা এবং রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে। উপনির্বাচনের জন্য বিজ্ঞাপন দেওয়া হবে আগামী ১৪ জুন। এই উপনির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ হল আগামী ২১ জুন।

আরও পড়ুন- মোদীকে ‘ভগবান’ মানেন! হঠাৎ কী ঘটল? চুল-দাড়ি কেটে ফেললেন পূর্ব বর্ধমানের এই ব্যক্তি

Supti Pandey Manicktala by election tmc Sadhan Pandey
Advertisment