সাগরদিঘির জয়ী কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস কি তৃণমূলে যাচ্ছেন? সংবাদমাধ্যমের সামনে নিজেকে 'তৃণমূলের লোক' বলে তীব্র জল্পনা উসকে দেওয়ার পর অবশেষে বিষয়টি স্পষ্ট করলেন কংগ্রেসের যুব নেতা। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের একটি বক্তব্যকে কেন্দ্র করেই বায়রনের কংগ্রেস ত্যাগের জল্পনা তৈরি হয়। তবে এবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সব জল্পনায় জল ঢাললেন বায়রন নিজেই।
কী বললেন বায়রন?
কংগ্রেস বিধায়কের কথায়, 'তৃণমূলে যাব তো কোনওদিন বলিনি। বিধানসভায় প্রথমবার গিয়ে অধ্যক্ষের কাছে শপথগ্রহণের দিন জানতে চেয়েছিলাম? রাজ্যপাল কিছু জানালে উনি বলবেন বলে জানান। কিন্তু তৃণমূলে যাব বা আমি ওই দলের বিধায়ক একথা বলিনি। এটা ভিত্তিহীন খবর। অধ্যকক্ষে আমি ভালোবাসি ও শ্রদ্ধা করি। কংগ্রেসে ছিলাম আছি ও থাকব।'
আরও পড়ুন- ‘কথায়-কথায় চাকরি খাবেন না, দরকার হলে আমায় মারুন’, আবেগপ্রবণ মুখ্যমন্ত্রী
উল্লেখ্য, এর আগে বায়রনই জানিয়েছিলেন সাগরদিঘি উপ নির্বাচনে তিনি তৃণমূলের থেকেও সমর্থন পেয়েছিলেন। তবে একথা বলার মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছিলেন যে তাঁকে যাঁরা ভোট দিয়েছিলেন তাঁদের মধ্যে তৃণমূল ও বিজেপির সমর্থকরাও ছিলেন। মঙ্গলবারই বিষয়টি স্পষ্ট করেছেন বায়রন নিজেই। তারও আগে গত রবিবার বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 'বায়রন তৃণমূলেই আছেন। উনি নিজেই তো বলেছেন তৃণমূলের ভোটে উনি জিতেছেন।'
আরও পড়ুন- ‘টাকার পাহাড় তো তৃণমূলের অফিসে মেলেনি, সব দায় ওদের’, পড়ুন ঘাসফুল-ব্যাখ্যা!