পাশেই পেট্রোল পাম্প! জাতীয় সড়কে চলন্ত লরিতে ভয়াবহ আগুন, মৃত্যু, চাঞ্চল্য...

সাগরদিঘিতে জাতীয় সড়কের ওপরে চলন্ত দুটি লরিতে ভয়াবহ অগ্নিকাণ্ড। বৃহস্পতিবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় মানুষজন।

সাগরদিঘিতে জাতীয় সড়কের ওপরে চলন্ত দুটি লরিতে ভয়াবহ অগ্নিকাণ্ড। বৃহস্পতিবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় মানুষজন।

author-image
IE Bangla Web Desk
New Update
sagardighi-highway-truck-fire-west-bengal

জাতীয় সড়কে চলন্ত লরিতে দাউদাউ করে জ্বলছে আগুন, চরম আতঙ্কে হুলস্থূল

সাগরদিঘিতে জাতীয় সড়কের ওপরে চলন্ত দুটি লরিতে ভয়াবহ অগ্নিকাণ্ড। বৃহস্পতিবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় মানুষজন। 

Advertisment

বেশ কিছু সময় দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। শেখ দিঘী পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়। যদিও বিষয়টি নজরে আসার পরেই সাগরদিঘী বিধানসভার বিধায়ক বাইরন বিশ্বাস তড়িঘড়ি দমকল বিভাগ সহ পুলিশে খবর দেন। 

আরও পড়ুন-সাগরে ফের ফণা তুলছে ভয়ঙ্কর নিন্মচাপ, কলকাতা সহ জেলায় জেলায় জারি ভারী বৃষ্টির চূড়ান্ত সতর্কতা

Advertisment

ঘটনার খবর পেয়েই দ্রুততার সঙ্গে ছুটে আসে দমকলের একাধিক ইঞ্জিন। প্রায় সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছায় সাগরদিঘী থানার পুলিশ। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে দমকলের পক্ষ থেকে। 

যদিও চলন্ত গাড়িতে এভাবে অগ্নিকাণ্ডের ঘটনায় বিস্মিত অনেকেই। বেশ কিছুদিন আগেই সাগর দীঘিতে চলন্ত একটি সরকারি বাসে অগ্নিকাণ্ড ঘটেছিল। এবার দুটি লরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় স্বাভাবিক কারণেই চাঞ্চল্য ছড়িয়েছে।

আরও পড়ুন- জমা জলে ছটফট করতে করতে মৃত্যু!মর্মান্তিক পরিণতিতে বুক কেঁপে উঠবে

শেখ দিঘী পেট্রোল পাম্পের পাশের এই ঘটনায় যেকোনো মুহূর্তেই বড় চোর দুর্ঘটনা ঘটে যেতে পারত বলেই মনে করছেন স্থানীয় লোকজন। যদিও এখনও পর্যন্ত বড়সড় কোনো অঘটনের খবর মেলেনি। এই দুর্ঘটনায় এক গাড়িচালকের মৃত্যু হয়েছে। যদিও এখনো তার পরিচয় পাওয়া যায়নি।  

accident