Advertisment

দলবদলের পরই বড় 'উপহার' বায়রনকে, কী দিল মমতা প্রশাসন?

গত তিন মাস ধরে যা চেয়েও পাননি, দলবদলের ২৪ ঘন্টার মধ্যেই তা পেয়ে গেলেন সাগরদিঘির বিধায়ক।

author-image
IE Bangla Web Desk
New Update
sagardighi mla byron biswas got state police security after joinging tmc , দলবদলের পরই বড় 'উপহার' বায়রনকে, কী দিল মমতা প্রশাসন?

বিধায়ক বায়রন বিশ্বাস।

আর বিরোধী দল কংগ্রেসের নয়, সোমবার বিকেল থেকে শাসক দল তৃণমূলে নাম লিখিয়েছেন সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাস। আর তাতেই বদলে গেল বায়রনের নিরাপত্তার বহর। মঙ্গলবার সকাল থেকেই রাজ্য পুলিশের নিরাপত্তার ঘেরাটোপে এই দলবদলু বিধায়ক।

Advertisment

মুর্শিবাদাবাদের মাটিতে ফিরলেই তাঁর ওপর হামলা হতে পারে। তাই পুলিশি নিরাপত্তা দেওয়া হোক তাঁকে এবং তাঁর পরিবারকে। সোমবার ঘাটালে দলবদলের পরই রাজ্য পুলিশের এক শীর্ষকর্তার কাছে ফোনে এই আর্জি জানিয়েছিলেন বিধায়ক বায়রন বিশ্বাস। তারপরই এদিন সকাল থেকেই বিধায়কের বাড়ির জন্য পুলিশ মোতায়ের করা হয়েছে। এছাড়াও বায়রনের জন্য রয়েছে দেহরক্ষী।

আরও পড়ুন- দলবদলের পরই বড় ‘উপহার’ বায়রনকে, কী দিল মমতা প্রশাসন?

বিধায়ক বায়রন বিশ্বাস জানিয়েছেন যে, তাঁর বাড়ির জন্য ৮ জন সশস্ত্র কনস্টেবল, ২ জন এএসআই মোতায়েন রয়েছে। পাশাপাশি তাঁর দেহরক্ষী হিসাবে রয়েছেন ৩ জন কনস্টেবল, ১ জন এসআই ও ১ জন এএসআই।

উল্লেখ্য, ২ মার্চ কংগ্রেসের প্রতীকে সাগরদিঘি থেকে জয়ের পর-পর নিরাপত্তার আর্জি জানিয়ে রাজ্য পুলিশের কাছেদরবার করেছিলেন। না মেলায় বাধ্য হয়ে নিজের নিরাপত্তার জন্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিধায়ক। চলতি মে মাসেই বায়রনকে নিরাপত্তা দিতে প্রশানকে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। যা দিতে রাজ্য পুলিশ ইতস্তত করছে বলে অভিযোগ ছিল কংগ্রেসী বিধায়কের। কিন্তু সোমবার দলবদলের পরই বদলে গেল চিত্র। নিরাপত্তা পেলেন দলবদলু বিধায়ক।

আরও পড়ুন- তৃণমূলে বায়রন! কোন পথে বাম-কংগ্রেস জোটের ভবিষ্যৎ?

Mamata Government Security force West Bengal Police tmc Bayron Biswas
Advertisment