BJP Announced Candidates For Two Assembly by-elections Of Bengal: উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের তাঁর প্রার্থী হওয়া নিয়ে জল্পনা ছিল। পরে তাপস রায় বিজেপিতে যোগ দিলে সেই সম্ভাবনা ফিকে হতে থাকে। বিজেপি উত্তর কলকাতা কেন্দ্রের প্রার্থী করে তাপস রায়কে-ই। কলকাতা পুরসভার ৫০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরও দলীয় ঐক্যের বার্তা দেন। সজল ঘোষ, তাপসকেই দলীয় প্রার্থী বলে সমর্থন জানান। শেষপর্যন্ত তাঁকেও হতাশ করল না গেরুয়া শিবির। তাপস রায়ের-ই ছেড়ে আসা বরানগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে সজল ঘোষকে প্রার্থী করল বিজেপি। অর্থাৎ জয় পেলে বরানগর থেকে-ই বিধানসভার অন্দরে প্রবেশ করবেন এই রাজনীতিবিদ।
অন্যদিকে মুর্শিদাবাদের ভগবানগোলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপির প্রার্থী করল ভাস্কর সরকারকে। গত ১৬ ফেব্রুয়ারি আইনজীবী তথা তৃণমূল বিধায়ক ইদ্রিশ আলির অকাল প্রয়াণে ভগবানগোলা আসনটি শূন্য রয়েছে। ওই আসনে আগামী ৭ মে উপনির্বাচন হবে।
দলের প্রার্থী ঘোষণার পর সজল ঘোষ বলেছেন, 'দল আমাকে যোগ্য মনে করছে তাই ভরসা রেখেছে, বরানগরে তাপস রায়ের ছেড়ে যাওয়া আসনে আমাকে প্রার্থী করেছে। আশা করি, মানুষ চাকরি চোর, দুর্নীতির নিমজ্জিত তৃণমূলকে আর ভোট দেবেন না। আমি লড়াই করব, জিতব।' অর্থাৎ, জয়ের বিষয়ে প্রবল আত্মবিশ্বাসী কলকাতা পুরনিগমের এই কাউন্সিলর।
বরানগরে বিধানসভা উপনির্বাচন আগামী ১লা জুন।
ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছেন সজল ঘোষ। শুরুতে ছাত্র পরিষদ করেছেন, পরে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন। গত তিন বছর আগে ফের দলবদলে যান বিজেপিতে। একুশের কলকাতা পুরনিগম ভোটে ৫০ নম্বর ওয়ার্ড থেকে লড়াই করে পদ্ম প্রতীকে কাউন্সিলর নির্বাচিত হন। গোড়া থেকেই ডাকসাইটে, কইবইয়ে বলে পরিচিত সজল ঘোষ। তাই তাপস রায়ের ছেড়ে যাওয়া বরানগর বিধানসভা আসনে তাঁর উপর ভরসা রাখল শুভেন্দু-সুকান্তরা।
বরানগরে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী সজল। কিন্তু, পথ সুগম নয়। কারণ, বরানগরে বিজেপির সাংগঠনিক শক্তি সেইভাবে মজবুত নয়। সজলও ওই কেন্দ্রে নতুন। তৃণমূলে থাকাকালীন তাপস বরানগর থেকে জয়ে হ্যাটট্রিক করেছেন। শেষ ভোটে বিজেপির পার্ণ মিত্রকে প্রায় ৩৬ হাজার ভোটে হারান। ফলে তাঁর চেনা জমি। এক্ষেত্রে প্রতি পদে সজলকে তাপসের সাহায্য নিতে হবে। তাপসের ব্যক্তিগত ক্যারিশ্মা নির্ণায়ক ফ্যাকট হতে পারে বিজেপির ক্ষেত্রে। তবে, একই দিনে উত্তর কলকাতার লোকসভা ও বরানগর বিধানসভা উপনির্বাচন পড়েছে। ফলে ভোটের দিন ও প্রচারপর্বে তাসপ রায় কতটা সহায়তা সজল ঘোষকে করতে পারবেন তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে।
আরও পড়ুন- ED Summon: আরও মরিয়া ED, মমতার আরও এক মন্ত্রীকে তড়িঘড়ি তলব