প্রাথমিক শিক্ষকদের পর এবার এসএসকে (শিশু শিক্ষাকেন্দ্র) এবং এমএসকে (মাধ্যমিক শিক্ষাকেন্দ্র) শিক্ষকদের বেতন বৃদ্ধি করল রাজ্য শিক্ষা দফতর। গত সপ্তাহে দীর্ঘ অনশন আন্দোলনের পর প্রাথমিক শিক্ষকদের বেতন বাড়ানো হয়। এসএসকের শিক্ষকদের বেতন ৫,৯৫৪ টাকা থেকে বৃদ্ধি করে ১০ হাজার টাকা ও প্রধানদের জন্য ১০,৩৪০ টাকা করা হল। পাশাপাশি এমএসকে শিক্ষকদের বেতন ৮,৯০০ টাকা থেকে বেড়ে দাঁড়াল ১৩ হাজার টাকা। এমএসকে পদের প্রধানরা পাবেন ১৪ হাজার টাকা। একইসঙ্গে এসএসকে এবং এমএসকের শিক্ষকদের পঞ্চায়েতের আওতা থেকে সরিয়ে রাজ্যের শিক্ষা দফতরের অধীনে আনার কথা ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
শুক্রবার এসএসকে ও এমএসকের প্রতিনিধিদের সঙ্গে সল্টলেকের রবীন্দ্র ওকাকুরা ভবনে এক বৈঠকে শিক্ষামন্ত্রী বেতন বৃদ্ধির কথা ঘোষণা করেন। এদিন বেতন বৃদ্ধির পাশাপাশি একাধিক সুবিধার কথাও জানানো হয়।
আরও পড়ুন: জন ও স্বাস্থ্য: স্ত্রীরোগ এবং আমাদের সমাজ
এতদিন শিক্ষকের সমমর্যাদা পেতেন না এসএসকে এবং এমএসকের শিক্ষকরা। কিন্তু সোমবার রাজ্য সরকারের তরফে জানানো হয়, এবার থেকে সহায়ক ও সম্প্রসারকের পদ থেকে শিক্ষকের মর্যাদা সহ সমস্ত সুবিধাও পাবেন তাঁরা। গত সপ্তাহে কলকাতার নজরুল মঞ্চে প্রাথমিক শিক্ষকদের জরুরি বৈঠকেই পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, এসএসকে ও এমএসকেদের বেতন ও সুযোগ সুবিধা নিয়ে ভাবনাচিন্তা করা হচ্ছে।
উল্লেখ্য, বেতন বৃদ্ধির ন্যায্য দাবি নিয়ে জুন মাসে বিকাশ ভবনের সামনে দীর্ঘ অবস্থানে বসেছিলেন এমএসকে এবং এসএসকের প্রার্থীরা।