Advertisment

Salt lake Lynching: বউবাজারের পর সল্টলেক! ফের শহরের বুকে 'পিটিয়ে খুন', চূড়ান্ত চাঞ্চল্যে প্রশ্নের মুখে নিরাপত্তা

২৪ ঘন্টার মধ্যেই শহরে গণপিটুনির বলি ২।

author-image
IE Bangla Web Desk
New Update
Salt Lake Lynching

এখানেই পড়েছিল বছর ২২-এর যুবক।

Salt lake Lynching: বউ বাজারের পর এবার সল্টলেক। মোবাইল চোর সন্দেহে 'পিটিয়ে খুন' ২২ বছরে যুবক। জানা গিয়েছে মৃতের নাম প্রসেন মন্ডল। ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে ইলেকট্রনিক কমপ্লেক্স থানার পুলিশ।

Advertisment

ফের শহরে গণপিটুনিতে মৃত্যুর অভিযোগ। মাত্র ২৪ ঘন্টার মধ্যেই শহরে গণপিটুনির বলি ২। এর আগে বউবাজারে হোস্টেলে এক ব্যক্তিকে মোবাইল চোর সন্দেহে পিটিয়ে মারার অভিযোগ সামনে আসে। সেই ঘটনায় ১৪ জনকে আটক করা হয়েছে। তার রেশ কাটতে না কাটতেই ফের শহরে মোবাইল চোর সন্দেহে পিটিয়ে খুন করা হল ২২ বছরের এক যুবককে।

ঘটনার কড়া নিন্দা জানিয়েছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। তিনি ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করার পাশাপাশি তিনি বলেছেন, 'রাজ্যে আইনশৃঙ্খলা একেবারে ভেঙ্গে পড়েছে। রাজ্য সরকার সব কিছুতেই উদাসীন'। বিজেপি নেতা সজল ঘোষ বলেছেন, " শিক্ষা পেয়েও যে মানুষের জ্ঞান ফেরেনি তার উদাহরণ বউবাজার। সল্টলেকের ঘটনা প্রমাণ করে যে শহরে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। মানুষ আজকাল বাড়ির বাইরে কাজে বেরোলেই বাড়িতে যারা থাকেন তাদের বুক দুরু দুরু করে। এটা ভেবে আপনি ঠিক আছেন কিনা"!

ঘটনা প্রসঙ্গে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেছেন, "বিভিন্ন জায়গায় গুজবে মানুষ ধৈর্য্য হারিয়ে ফেলছেন। কেউ ছেলে ধরার নামে, কেউ ডাইনি অপবাদে মারছে, কেউ মোবাইল চোর সন্দেহে মারছে। মাস কাউন্সিলিং প্রয়োজন। এভাবে সমাজ ধ্বংসের মুখে চলে যাবে। অভিযোগ ওঠার পর পুলিশ আসা পর্যন্ত অপেক্ষা করতে পারছে না মানুষ। এর পরিণতি ভয়ঙ্কর"। সিপিএম নেতা সুজন চক্রবর্তী পরপর দুটি গণপিটুনির ঘটনায় বলেছেন, 'খুবই দুশ্চিন্তার বিষয়, আগেই গণপিটুনি, আইনের উপর মানুষ ভরসা করতে পারছে না। যে ভাবে এই ধরণের ঘটনা বাড়ছে তাতে মনে হচ্ছে আইনের শাসন ভেঙে পড়েছে"।

আরও পড়ুন : < Bengal BJP: মাথাভাঙায় মহিলাকে বিবস্ত্র করে মার, ঘটনার আঁচে উত্তাল বাংলা, তদন্তে বিজেপির প্রতিনিধি দল >

পুলিশ সূত্রে জানা গিয়েছে , মোবাইল চোর সন্দেহে সল্টলেকের ইলেকট্রনিক কমপ্লেক্স থানার পোলেনাইটে এক যুবককে বেধড়ক মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় ওই যুবককে করুনাময়ীর কাছে এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এরপরই হাসপাতালের তরফে পুলিশে অভিযোগ জানানো হয়। গোটা ঘটনার তদন্তে নেমেছে ইলেকট্রনিক কমপ্লেক্স থানার পুলিশ। তিনজন ছাড়া ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

Mob Lynching kolkata
Advertisment