Success Story: কথায় আছে এই ইচ্ছে থাকলেই উপায় হয়, এবার যেন ঠিক এই প্রবাদ বাক্যটিকেই বাস্তবের মাটিতে টেনে নামিয়ে দেখালেন সুন্দরবনের (Sundarban) প্রত্যন্ত গ্রামের এই যুবক। শুধুমাত্র নিজের অদম্য ইচ্ছেশক্তির উপর ভর করে দুরন্ত এক কীর্তির অনন্য নজির গড়েছেন এই যুবক। যার স্বীকৃতি স্বরূপ মিলেছে শ্রেষ্ঠত্বের নজরকাড়া সম্মান ও বিশেষ পুরস্কার।
Advertisment
হাত নয়, মুখ দিয়ে তুলি ধরে সুন্দরবনের পাথর প্রতিমা ব্লকের রামগঙ্গা পঞ্চায়েতের বাসিন্দা সমর মণ্ডল (Samar Mandal) ফুটিয়ে তুলেছেন স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) মূর্তি। বেনজির এই কীর্তি গড়তে তিনি সময় নিয়েছেন মাত্র ১ মিনিট ৫৮ সেকেন্ড। এত স্বল্প সময়ের মধ্যে ছবি এঁকে তিনি নাম তুলেছেন ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে (India Book of Records)। সুন্দরবনের প্রত্যন্ত এলাকার বাসিন্দা সমর উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ।
ইতিমধ্যেই এমন পুরস্কার ঝুলিতে পুরে গোটা এলাকাবাসীর কাছে রীতিমতো প্রশংসা পাচ্ছেন এই যুবক ও তাঁর পরিবার। সমর প্রান্তিক কৃষিজীবী পরিবারের পরিবারের সন্তান। বাবার দিনমজুরির উপর নির্ভর করে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন তিনি। তবে সমরের ছোটবেলা থেকে ছবি আঁকা ও গান-বাজনার প্রতি বাড়তি আকর্ষণ ছিল। বাবার দিনমজুরির পয়সায় আঁকার শিক্ষক ও অন্য শিক্ষকদের পারিশ্রমিক দিয়েছেন তিনি।
কোনও সময় শিক্ষকদের টাকা দিতে না পারলেও তাঁরা সমরকে সাহায্য করে গিয়েছেন। লেখাপড়ার সঙ্গে ছবি আঁকা, তবলা বাজানো শিখেছেন সমর। বাজনা এবং ছবি আঁকা দুটোতেই সমান পারদর্শী তিনি। তবে এবার স্বামী বিবেকনান্দের এমন ছবি এঁকে শ্রেষ্ঠত্বের বিরল নজির গড়েছেন সমর।
ডাকযোগে তাঁর বাড়িতে পৌঁছে যায় ইন্ডিয়া বুক অফ রেকর্ডস কর্তৃপক্ষের শংসাপত্র ও মেডেল। সমরের এমন কীর্তিতে তাঁর পরিবারের সদস্যরা তো বটেই খুশি এলাকার বাসিন্দরাও। টালির চালের ঘুপচি ঘরে থেকে সমর এবার আরও অনেক পথ এগোতে বদ্ধ পরিকর।