Advertisment

Success Story: অকল্পনীয় কৃতিত্ব! শ্রেষ্ঠত্বের দিগন্তজোড়া স্বীকৃতি ঝুলিতে পুরেও পা মাটিতেই সুন্দরবনের প্রত্যন্ত গাঁয়ের যুবকের

Success Story: সুন্দরবনের প্রত্যন্ত গ্রামাঞ্চলের এই যুবকের এমন কীর্তির প্রশংসা সর্বত্র। তাঁর পরিবারের সদস্যরা তো বটেই গাঁয়ের ছেলের এমন কীর্তিতে গর্বে বুক চওড়া এলাকাবাসীরও। টালির চালের ঘুপচি ঘরে ছেঁড়া কাঁথায় শুয়ে এ যেন লাখ টাকার স্বপ্ন দেখেছেলিনে এই যুবক। শ্রেষ্টত্বের এমন বিরল সম্মান ঝুলিতে পুরেও পা মাটিতেই যুবকের।

author-image
IE Bangla Web Desk
New Update
Samar Mandal of Sundarbans named in India Book of Records by painting Swami Vivekananda, সমর মণ্ডল, ইন্ডিয়া বুক অফ রেকর্ডস

Success Story: বেনজির সাফল্য সমর মণ্ডলের।

Success Story: কথায় আছে এই ইচ্ছে থাকলেই উপায় হয়, এবার যেন ঠিক এই প্রবাদ বাক্যটিকেই বাস্তবের মাটিতে টেনে নামিয়ে দেখালেন সুন্দরবনের (Sundarban) প্রত্যন্ত গ্রামের এই যুবক। শুধুমাত্র নিজের অদম্য ইচ্ছেশক্তির উপর ভর করে দুরন্ত এক কীর্তির অনন্য নজির গড়েছেন এই যুবক। যার স্বীকৃতি স্বরূপ মিলেছে শ্রেষ্ঠত্বের নজরকাড়া সম্মান ও বিশেষ পুরস্কার।

Advertisment

হাত নয়, মুখ দিয়ে তুলি ধরে সুন্দরবনের পাথর প্রতিমা ব্লকের রামগঙ্গা পঞ্চায়েতের বাসিন্দা সমর মণ্ডল (Samar Mandal) ফুটিয়ে তুলেছেন স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) মূর্তি। বেনজির এই কীর্তি গড়তে তিনি সময় নিয়েছেন মাত্র ১ মিনিট ৫৮ সেকেন্ড। এত স্বল্প সময়ের মধ্যে ছবি এঁকে তিনি নাম তুলেছেন ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে (India Book of Records)। সুন্দরবনের প্রত্যন্ত এলাকার বাসিন্দা সমর উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ।

ইতিমধ্যেই এমন পুরস্কার ঝুলিতে পুরে গোটা এলাকাবাসীর কাছে রীতিমতো প্রশংসা পাচ্ছেন এই যুবক ও তাঁর পরিবার। সমর প্রান্তিক কৃষিজীবী পরিবারের পরিবারের সন্তান। বাবার দিনমজুরির উপর নির্ভর করে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন তিনি। তবে সমরের ছোটবেলা থেকে ছবি আঁকা ও গান-বাজনার প্রতি বাড়তি আকর্ষণ ছিল। বাবার দিনমজুরির পয়সায় আঁকার শিক্ষক ও অন্য শিক্ষকদের পারিশ্রমিক দিয়েছেন তিনি।

আরও পড়ুন- Jobs in West Bengal: চাকরির বিরাট দরজা খুলে গেল বাংলায়! হাজার হাজার নিয়োগের ঘোষণা খোদ মন্ত্রীর!

publive-image
পরিবারের সদস্যদের সঙ্গে সমর মণ্ডল (মাঝখানে)।

কোনও সময় শিক্ষকদের টাকা দিতে না পারলেও তাঁরা সমরকে সাহায্য করে গিয়েছেন। লেখাপড়ার সঙ্গে ছবি আঁকা, তবলা বাজানো শিখেছেন সমর। বাজনা এবং ছবি আঁকা দুটোতেই সমান পারদর্শী তিনি। তবে এবার স্বামী বিবেকনান্দের এমন ছবি এঁকে শ্রেষ্ঠত্বের বিরল নজির গড়েছেন সমর।

আরও পড়ুন- Khandaghosh News: পরপর বাচ্চার জন্ম দিয়ে স্ট্যাম্প পেপারে দত্তকের নামে ‘বিক্রি’! দম্পতি এবার পুলিশের জালে

ডাকযোগে তাঁর বাড়িতে পৌঁছে যায় ইন্ডিয়া বুক অফ রেকর্ডস কর্তৃপক্ষের শংসাপত্র ও মেডেল। সমরের এমন কীর্তিতে তাঁর পরিবারের সদস্যরা তো বটেই খুশি এলাকার বাসিন্দরাও। টালির চালের ঘুপচি ঘরে থেকে সমর এবার আরও অনেক পথ এগোতে বদ্ধ পরিকর।

Sundarban painter Success Story india book of records West Bengal
Advertisment