/indian-express-bangla/media/media_files/2025/10/31/p-2025-10-31-16-46-43.jpg)
Samsherganj incident: চিকিৎসকের তৎপরতায় প্রাণে বাঁচলেন বৃদ্ধ।
Medical Emergency: অবিশ্বাস্য কিন্তু সত্যি! ওষুধ খেতে গিয়ে গলায় আটকে গেল প্লাস্টিক বোতলের ছিপি। এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের সামসেরগঞ্জের চাঁদপুর এলাকায়। অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন এক ৬৫ বছর বয়সী ব্যক্তি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে শারীরিক সমস্যার কারণে ওষুধ খাচ্ছিলেন ওই ব্যক্তি। অসাবধানতাবশত হাতে থাকা প্লাস্টিক বোতলের ছিপিটি মুখে ঢুকে যায় এবং গলায় আটকে যায়। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি গুরুতর হয়ে ওঠে। শুরু হয় শ্বাসকষ্ট, তীব্র গলা ব্যথা ও কথা বলায় অসুবিধা। পরিবারের সদস্যরা প্রথমে ভেবেছিলেন ট্যাবলেটটি গলায় আটকে গেছে, কিন্তু অবস্থার অবনতি হওয়ায় বুধবার বিকেলে তাঁকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি নার্সিংহোমে।
আরও পড়ুন- West Bengal HS Result 2025:মাত্র ৩৯ দিনেই প্রকাশিত ফল! উচ্চ মাধ্যমিকে নতুন ইতিহাস গড়ল সংসদ
সেখানে দায়িত্বে থাকা অভিজ্ঞ চিকিৎসক ডা. অভিজিৎ চৌধুরী (MBBS, MS, ENT সার্জন) রোগীর অবস্থা পর্যবেক্ষণ করে বুঝতে পারেন, গলার ভিতরে কোনও কঠিন বস্তু আটকে আছে। আধুনিক চিকিৎসা প্রযুক্তি ও যন্ত্রপাতির সাহায্যে তিনি অপারেশন ছাড়াই নিরাপদে রোগীর গলা থেকে প্লাস্টিকের ছিপিটি বের করে আনেন।
আরও পড়ুন- Bangladeshi detained:বর্ডার পেরিয়ে গুজরাটে, শেষমেশ পুলিশের জালে ১৭ বাংলাদেশি
চিকিৎসকের তৎপরতা ও দক্ষতায় বর্তমানে রোগী সম্পূর্ণ সুস্থ আছেন বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য দেখা দেয়। স্থানীয় বাসিন্দারা ও রোগীর পরিবার ডা. অভিজিৎ চৌধুরীর পেশাদারিত্ব ও দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পরিবারের সদস্যদের মধ্যে স্বস্তি ফিরে আসে।
আরও পড়ুন-SIR ইস্যুতে দুরন্ত মোড়! কলকাতা হাইকোর্টে মামলা, সরগরম রাজ্য রাজনীতি
ঘটনার পর চিকিৎসক পরামর্শ দিয়েছেন, “ওষুধ খাওয়ার সময় বা মুখে কিছু নেওয়ার সময় এক মুহূর্তের অসাবধানতাও বড় বিপদের কারণ হতে পারে। তাই সবসময় সতর্ক থাকা জরুরি। একটু অসতর্ক হলেই বিপদের সম্ভাবনা থেকে যায়।”
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us