Jammu-Kashmir Encounter: জম্মু-কাশ্মীরের বিরাট সাফল্য ভারতীয় সেনার, গুলির লড়াইয়ে নিকেশ অনুপ্রবেশের 'মাস্টারমাইন্ড'

Jammu-Kashmir Encounter: জম্মু ও কাশ্মীরের ১০০ জঙ্গিকে অনুপ্রবেশের সুযোগ করে দিয়েছিল সমন্দর চাচা ওরফে হিউম্যান জিপিএস এনকাউন্টারে নিহত

Jammu-Kashmir Encounter: জম্মু ও কাশ্মীরের ১০০ জঙ্গিকে অনুপ্রবেশের সুযোগ করে দিয়েছিল সমন্দর চাচা ওরফে হিউম্যান জিপিএস এনকাউন্টারে নিহত

author-image
IE Bangla Web Desk
New Update
Jammu Kashmir Encounter

গুলির লড়াইয়ে নিকেশ অনুপ্রবেশের 'মাস্টারমাইন্ড'

Jammu-Kashmir Encounter: জম্মু-কাশ্মীরের গুরেজ সেক্টরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে এনকাউন্টারে নিকেশ দুই জঙ্গির মধ্যে এক জনের পরিচয় জানা গিয়েছে। তিনি হলেন পাকিস্তানের মুজাফফরাবাদের বাসিন্দা বাগু খান, যিনি ‘হিউম্যান জিপিএস’ নামে পরিচিত ছিলেন।

Advertisment

সূত্রের খবর, বাগু খান ওরফে ‘সমন্দর চাচার’ ১৯৯৫ সাল থেকে একশোরও বেশি অনুপ্রবেশের মাস্টার মাইন্ড ছিলেন। অনুপ্রবেশের সব রুট তাঁর নখদর্পণে ছিল। দীর্ঘদিন ধরেই তিনি নিরাপত্তা বাহিনীর  মোস্ট ‘ওয়ান্টেড’ তালিকায় ছিলেন। হিজবুল মুজাহিদিন জঙ্গি সংগঠনের সঙ্গেও তাঁর যোগ ছিল বলে গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে।

বছরের পর বছর ধরে নিরাপত্তা বাহিনীকে এড়িয়ে চলার পর, বান্দিপোরায় অনুপ্রবেশের চেষ্টা করার সময় সেনাবাহিনীর হাতে নিহত হয় বাগু খান। সেনা সূত্রে খবর সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা নস্যাৎ করে তাঁকে খতম করে ভারতীয় সেনা। সেনাবাহিনীর দাবি,  প্রথমে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে অনুপ্রবেশকারীদের চ্যালেঞ্জ জানায়। সেই সময় জঙ্গিরা নির্বিচারে গুলি চালালে জবাবে পাল্টা গুলি চালিয়ে তাঁদের খতম করা হয়।

Advertisment

চিনার কর্পসের পক্ষ থেকে জানানো হয়েছে, জম্মু-কাশ্মীর পুলিশের ইনপুটের ভিত্তিতে ভারতীয় সেনা ও পুলিশ যৌথভাবে অভিযান চালায়। এতে বাগু খান-সহ দুই জঙ্গিকে হত্যা করা হয়। যদিও অপর জঙ্গির পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।

Jammu-Kashmir Army Encounter in Sophian Jammu and Kashmir