Sandeshkhali Case Investigation: রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহান এখন জেলবন্দি। ইডির জিজ্ঞাসাবাদে নানা নয়া তথ্য উঠে আসছে। এবার প্রশ্ন উঠেছে শুধুই কি জ্যোতিপ্রিয় মল্লিক? রাজ্যের আর কোন কোন মন্ত্রী শাহজাহানের ঘনিষ্ঠ? সূত্রের খবর, তাঁদের জিজ্ঞাসাবাদের তোড়জোড় করছে এনফোর্সমন্ট ডিরেক্টরেট। এবার সন্দেশখালি কাণ্ডে রাজ্যর দুই মন্ত্রীর নাম 'ফাঁস' করলেন শুভেন্দু অধিকারী। তাঁদের যুক্ত থাকার স্পষ্ট ইঙ্গিত দিলেন বিরোধী দলনতো।
এক প্রশ্নের জবাবে শুভেন্দু অধিকারী বলেন, "রাজ্যের দুই মন্ত্রী আছে। সবাই জানে তো। ব্যারাকপুরের প্রার্থী তিনি একটা মন্ত্রী, আর বিধাননগরের একটা লম্বা মন্ত্রী। পুরসভা নিয়োগ দুর্নীতিতে যাঁর বাড়িতে তল্লাশি হয়েছিল। আর একটা জেলে আছে। সবাই জানে। এগুলো সব চুনোপুটি সব খেয়েছে হাওয়াচটি।" এর আগে সরাসরি অভিযোগ করেছিলেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং। তিনি শেখ শাহজাহানের সঙ্গে জমি কেনা-বেচা নিয়ে বড় ধরনের লেনদেনের অভিযোগ তুলেছিলেন।
আরও পড়ুন- Indian Railways: আপনার ট্রেনে যাতায়াতের টিকিট কনফার্ম? স্ট্যাটাস কোডের মাধ্যমে সহজে বুঝবেন কীভাবে? জানুন
একদিকে যখন লোকসভা নির্বাচন চলছে তারই মধ্যে সন্দেশখালি থেকে উদ্ধার হয়েছে বিদেশি আগ্নায়াস্ত্র সহ পুলিশের ব্যবহার করা পিস্তল। এত আগ্নেয়াস্ত্র কি করে সন্দেশখালিতে এসেছে? তা নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। শিক্ষা ও খাদ্য দুর্নীতিতে অভিযুক্ত একাধিক তৃণমূল বিধায়ক ও নেতা জেলবন্দি। এবার সন্দেশখালি কাণ্ডে রাজ্যের দুই মন্ত্রীর নাম জড়ানো নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।
মাত্র ৬টা কেন্দ্রে ভোট হয়েছে, এখনও রাজ্যের ৩৬টি লোকসভা আসনে নির্বাচন বাকি রয়েছে। তার আগে ফের সক্রিয় হতে পারে ইডি। জিজ্ঞাসাবাদ করার সম্ভাবনা রয়েছে দুই মন্ত্রীকে। শুভেন্দু অধিকারী ইঙ্গিত করে সেই দুই মন্ত্রীর নাম খোলসা করে দিতেই বিতর্ক দানা বেঁধেছে রাজনৈতিক মহলে।