Advertisment

Sandeshkhali Case: শুধু রাজ্য পুলিশে আস্থা নয়, সন্দেশখালির ঘটনার তদন্ত নিয়ে নজিরবিহীন নির্দেশ হাইকোর্টের

shahjahan sheikh: সন্দেশখালি কাণ্ডের পর ১২ দিন অতিক্রান্ত। এখনও অধরা সন্দেশখালির 'ভাই'।

author-image
IE Bangla Web Desk
New Update
sandeshkhali case shahjahan sheikh cbi police joint investigation team calcutta high court , সন্দেশখালি মামলা শাহজাহান শেখ পুলিশ সিবিআই যৌথ তদন্তকারী দল কলকাতা হাইকোর্ট

সন্দেশখালির হামলার তদন্তে কী নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট?

CBI Police Joint Investigation Team On Sandeshkhali case: সন্দেশখালির 'নিখোঁজ' তৃণমূল নেতা শাহজাহান শেখের সন্ধানে এবার রাজ্য পুলিশের সঙ্গে যৌথভাবে তদন্ত করবে সিবিআই। বুধবার এই নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। নির্দেশ অনুযায়ী, এই বিশেষ তদন্তকারী দল প্রয়োজনে আধা সেনা ও রাজ্য পুলিশের সহযোগিতা নিতে পারবে। তদন্তকারী দলের মাথায় যৌথভাবে থাকবেন সিবিআইয়ের ও রাজ্যের এস পি পদমর্যাদার একজন করে অধিকারিক। এই তদন্তের উপর নজরদারি রাখবে আদালত।

Advertisment

রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দল বা কেন্দ্র কোথাও সন্দেশখালি তদন্তের রিপোর্ট জমা দিতে পারবে না। সংশ্লিষ্ট জেলা আদালতের ম্যাজিস্ট্রেটের কাছে রিপোর্ট জমা দিতে হবে। চূড়ান্ত রিপোর্টও হাইকোর্টের নির্দেশ ছাড়া জমা দেওয়া যাবে না।

রেশন দুর্নীতি কাণ্ডে গত ৫ জানুয়ারি সন্দেশখালিতে তৃণণূল নেতা শাহজাহান শেখের বাড়িতে তল্লাশি করতে গিয়েছিলেন ইডি গোয়েন্দারা। যা জানতে পেরেই ধুন্ধুমার বেঁধে যায় সেখানে। স্থানীয়রা মারধর চালায় কেন্দ্রীয় গোয়েন্দাদের লক্ষ্য করে। ভাঙচুর করা হয় তাঁদের গাড়িও। এরপর মোট তিনটি এফআইআর হয় ন্যাজাট থানায়। তার মধ্যে একটি এফআইআর করে ইডি। একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে পুলিশ। তৃতীয় এফআইআরটি করেন সন্দেশখালির তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়ির কেয়ারটেকর। হাইকোর্টের নির্দেশ মোতাবেক প্রথম দু'টি এফআইআরের তদন্ত করবে সিট।

আরও পড়ুন- Nawsad Siddique: ২২ নয়, সংহতি মিছিল নিয়ে মমতাকে বিকল্প কী প্রস্তাব নৌশাদের?

রাজ্য জানিয়েছে তাদের তরফে বিশেষ তদন্তকারী দলে থাকবেন এসপি জসপ্রীত সিং। যদিও সিবিআইয়ের তরফে এখনও কোনও আধিকারিকের নাম ঘোষণা করা হয়নি। বৃহস্পতিবারের মধ্যে আদালতকে জানাতে হবে কেন্দ্রীয় এজেন্সিকে। 

আগামী ১২ ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। ওই দিনই বিশেষ তদন্তকারী দল-কে তদন্তের অগ্রগতির সংক্রান্ত রিপোর্ট দিতে হবে আদালতে।

আরও পড়ুন- Gangasagar: গঙ্গাসাগর থেকে কোন পথে রাজ্যের কোষাগারে কোটি কোটি আয়? হিসাব ফাঁস শুভেন্দুর

মঙ্গলবার সন্দেশখালি মামলায় তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়ির চারদিকে নজরদারির জন্য সিসি ক্যামেরা লাগানোর নির্দেশ দিয়েছিল আদালত। বুধবার রাজ্য হাইকোর্টে জানিয়েছে, আদালতের নির্দেশ মোতাবেক ১০টি সিসি ক্যামেরা লাগানো হয়েছে। শাহজাহান মার্কেটেও ইন্সস্টল করা হয়েছে সিসি ক্যামেরা। এরপরই এজলাসে রাজ্য ও সিবিআই-ইডি বাকযুদ্ধ হয়। সিবিআই বলে ওসামা বিন লাদেনের মতো ভয়েস মেসেজ করছেন শাহজাহান অথচ পুলিশ তাঁকে খুঁজে পাচ্ছে না। ইডি তাতে সহমত পোষণ করে। এরপরই সন্দেশকালি মামলার তদন্তে পুলিশ-সিবিআই সিট গঠনের নির্দেশ দেন বিচারপতি জয় সেগুপ্ত।

আরও পড়ুন- ISF: আইএসএফের ভূমিকা নিয়ে প্রশ্ন হাইকোর্টের, মিলল ধর্মতলায় নৌশাদদের ২১শের সভার অনুমতি?

Enforcement Directorate sheikh shahjahan tmc sandeshkali ed cbi West Bengal Police Calcutta High Court seikh shahjahan Sandeshkhali
Advertisment