Advertisment

Sandeshkhali Row: সন্দেশখালিতে গ্রেফতার সুকান্ত, টেনে-হিঁচড়ে সরাল পুলিশ, ফের জারি ১৪৪ ধারা

Sandeshkhali Case: দলীয় নেতা, কর্মীদের নিয়ে বেশ কিছুক্ষণ ধর্নায় চালানোর পরই পুলিশ তাঁকে উঠে যেতে বলে। সময় দেওয়া হয় ৫ মিনিট। সেই নির্দেশ না মানায় বিজেপি রাজ্য সভাপতিকে আটক করে পুলিশ। তারপর তাঁকে গ্রেফতার করা হয়।

author-image
IE Bangla Web Desk
New Update
Sandeshkhali Case Sukanta Majumder arrest Section 144 Imposed 9 place , সন্দেশখালিতে গ্রেফতার সুকান্ত

ধামাখালিতে সাংবাদিকদের মুখোমুখি সুকান্ত মজুমদার।

Sukanta Majumder Detained In Sandeshkhali: শাহাজাহানকে গ্রেফতার না করা পর্যন্ত তিনি সন্দেশখালি থানার সামনে অবস্থানে থাকবেন। এমন হঁশিয়ারি দিয়েছিলেন বঙ্গ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। দলীয় নেতা, কর্মীদের নিয়ে বেশ কিছুক্ষণ ধর্নায় চালানোর পরই পুলিশ তাঁকে উঠে যেতে বলে। সময় দেওয়া হয় ৫ মিনিট। সেই নির্দেশ না মানায় বিজেপি রাজ্য সভাপতিকে আটক করে পুলিশ। টেনে হিঁচড়ে সন্দেশখালি থানার সামনে থেকে সরিয়ে দেওয়া হয় সুকান্ত মজুমদারদের। বিজেপি নেতাকে ফেরিঘাটের দিকে নিয়ে গিয়ে লঞ্চে তোলা হয়। তাঁকে গ্রেফতার করা হয়। সেখান থেকে তাঁকে ধামাখালিতে নিয়ে যাওয়া হয়। পরে, আইনি প্রক্রিয়া মেনে পিআর বন্ডে সুকান্ত মজুমদারকে ছেড়ে দেওয়া হয়।

Advertisment

ধামাখালিতে সংবাদ মাদ্যমে বঙ্গ বিজেপির সভাপতি বলেন, 'পুলিশ আমাকে গ্রেফতার করেছিল। জামিনে মুক্তিও দিয়েছে। কিন্তু আমি এখন কোথাও নড়ব না। আমার দলের কর্মী-সমর্থকেরা যত ক্ষণ না আসবে, আমি কলকাতা ফিরব না।'

আরও পড়ুন- Sheikh Shahjahan: সন্দেশখালির বেপাত্তা শেখ শাহজাহানকে ‘স্বাধীনতা সংগ্রামী’ তকমা!, পোস্টার ঘিরে হুলস্থূল

ডিজি রাজীব কুমার ঘুরে আসার পরও ক্ষোভের আগুনে জ্বলছে সন্দেশখালি। নতুন করে উত্তপ্ত সন্দেশখালি সংলগ্ন ধুপখালি। সেখানে জোর করে জমি দখলের অভিযোগ উঠছে শেখ শাহজাহানের ভাই সিরাজউদ্দিনের বিরুদ্ধে। মহিলাদের বিক্ষোভে তপ্ত ঝুপখালি। দুপুরে আগুন ধরিয়ে দেওয়া হয় সিরাউদ্দিনের সম্পত্তিতে। এরপরই সন্ধ্যার মুখে, সন্দেশখালির কিছু এলাকায় নতুন করে ১৪৪ ধারা জারি করা হল। সন্দেশখালির ২ নম্বর ব্লকের ৫টি গ্রাম পঞ্চায়েতের ৯টি জায়গায় ১৪৪ ধারা জারি করেছে প্রাশাসন।

আরও পড়ুন- Mamata Suvendu: ‘দিদি নাম্বার ওয়ানে’র সেটে মমতা, ছবি ফাঁস শুভেন্দুর! কীসের ইঙ্গিত?

আট দিন আগে সন্দেশখালিতে যেতে গিয়ে টাকিতে পুলিশি বাধা মুখে পড়েছিলেন সুকান্ত। ধস্তাধস্তিতে অসুস্থও হয়ে পড়েছিলেন তিনি। হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাঁকে। বৃহস্পতিবার বিকেলে ফের ধামাখালিতে যান তিনি। প্রথমে ধৃত বিজেপি নেতা বিকাশ সিংয়ের বাড়িতে গিয়েছিলেন সুকান্ত। তাঁর পরিবারের সঙ্গে দেখা করেন। সেখান থেকে বেরিয়ে থানার দিকে যান এই বিজেপি নেতা। থানার ওসির সঙ্গে দেখা করতে চেয়েছিলেন তিনি। জানান, কেন তাঁদের দলের কর্মীদের 'নির্দোষদের' ‌আটকে রাখা হয়েছে, সেই প্রশ্ন তিনি পুলিশকে করতে চান। কিন্তু থানা পর্যন্ত যাওয়ার আগেই সুকান্ত মজুমদারকে আটকে দেয় পুলিশ। ফলে সেখানেই বসে পড়েন তিনি। বলেন, 'শাহজাহানকে গ্রেফতার করতে হবে। আমাদের কর্মীদের মুক্তি দিতে হবে। ডিজি এখানে রাত কাটিয়েছেন। প্রয়োজনে আমিও রাতভর এখানে বসে থাকব।' পরে শুধু সুকান্তকেই সন্দেশখালিতে যেতে দেয় পুলিশ। শেষমেষ ঘটে ধুন্ধুমার কাণ্ড।

Sandeshkhali Sukanta Majumder sandeshkali ed sheikh shahjahan tmc seikh shahjahan
Advertisment