CBI or state police in investigation of Sandeshkhali incident: রেশন দুর্নীতিকাণ্ডে গত ৫ জানুয়ারি সন্দেশখালিতে শেখ শাহজাহানের গ্রামে তল্লাশিতে গিয়েছিল ইডির গোয়েন্দা দল। যা জানতে পেরেই কেন্দ্রীয় গোয়েন্দাদের উপর হামলা চালায় শাহজাহান অনুগামী স্থানীয় বাসিন্দারা। তৈরি হয় ধুন্ধুমার পরিস্থিতি। ওই হামলার ঘটনার কারা তদন্ত করবে, সিবিআই নাকি রাজ্য পুলিশ, তা নিয়ে বুধবার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টর প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ।
এই মামলায় তদন্তে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ বিশেষ তদন্ত দল বা সিট গঠনের নির্দেশ দিয়েছিল। বুধবার হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই মামলায় সিট গঠনের নির্দেশের উপর আপাতত স্থগিতাদেশ দিল। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ জানায়, সিঙ্গল বেঞ্চের নির্দেশ আপাতত স্থগিত থাকবে। কোনও এফআইআরের উপরই তদন্ত করতে পারবে না রাজ্য পুলিশ। দু'পক্ষের বক্তব্য শোনার পরে আদালত পরবর্তী সিদ্ধান্ত নেবে। এই মামলার পরবর্তী শুনানি আগামী ৬ মার্চ।
শুরু থেকেই ইডি চেয়েছিল যে, সন্দেশখালি কাণ্ডের তদন্ত করুক সিবিআই। কলকাতা হাইকোর্টে আর্জিও জানিয়েছিল তারা। কিন্তু হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের নির্দেশে ছিল, শুধু সিবিআই নয়, এই মামলার তদন্ত করতে একটি বিশেষ তদন্তকারী দল তৈরি করা হবে। সেই তনন্তকারী দলের প্রধান হবেন সিবিআই এবং রাজ্য দু'তরফেরই এসপি পদ মর্যাদার অফিসার। এছাড়া ওই বিশেষ তদন্তকারী দলে দু'পক্ষেরই সমান সংখ্যক সদস্য থাকবে। বিচারপতির নির্দেশ ছিল, আদালতের নজরদারিতে এই তদন্ত হবে।
আরও পড়ুন- Primary Recruitment Scam: পার্থর ‘কীর্তি’ ধরতে জোর ‘অ্যাকশন’, এবার ইডি-র তলব কাকে?
সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের দ্বারস্থ হয় ইডি। জরুরি ভিত্তিতে ওই মামলার শুনানির আর্জি জানায় তারা। সন্দেশখালির তদন্ত নিয়ে প্রধান বিচারপতির দ্বারস্থ হয়েছিল রাজ্যও। তাদের দাবি ছিল ইডির আর্জির ঠিক বীপরীত। আদালতকে তারা বলেছিল, সন্দেশখালির ঘটনার তদন্ত রাজ্যের হাতেই থাকুক। অর্থাৎ পুলিশকেই এর তদন্তভার দেওয়া হোক। বুধবার ইডির সেই আবেদনেরই শুনানি হয় হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে।
তবে, এদিন হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই মামলায় সিট গঠনের নির্দেশের উপর আপাতত স্থগিতাদেশ দিল।
এদিকে ঘটনার ৩৩ দিন পরও ফের তলব এড়ালেন সন্দেশখালির তৃণমূল নেতাশেখ শাহজাহান। বুধবার ১১ টায় সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার কথা থাকলেও এদিনও আসেননি তিনি। এবার কী পদক্ষেপ করবে ইডি? সেদিকেই এখন নজর।
এদিন বিকেলে শেখ শাহজাহানের চিঠি নিয়ে ইডি দফতরে আসেন তাঁর আইনজীবী দেবার্ঘ্য চৌধুরী। যদিও চিঠিতে কি লেখা আছে সেই প্রসঙ্গে আইনজীবী কিছু জানাতে চাননি। এমন কি শেখ সাহাজাহান কোথায় আছে সেই বিষয়েও কিছু বলতে চাননি। তবে সময় চেয়ে চিঠি দিতে এসেছেন বলে জানানো হয়েছে।