Advertisment

Sandeshkhali Protest: এবার স্থানীয়দের প্রবল রোষে শাহজাহানের ভাই সিরাজ! ফাঁসির দাবি, আগুন অফিসে

sandeshkhali case: পুলিশ প্রশাসনকে দেখে আরও উত্তপ্ত হয়ে ওঠে ঝুপখালি। পুলিশের কাছে তাঁদের প্রশ্ন, 'আপনারা এতদিন কোথায় ছিলেন, যখন আদিবাসী গ্রামবাসীদের ল্যাম্প পোস্টে বেঁধে পেটানো হয়েছিল।'

author-image
IE Bangla Web Desk
New Update
sandeshkhali jhupkhali protest against brother of sheikh shahjahan sirajuddin , সন্দেশখালির ঝুপখালিতে শাহজাহানের ভাই সিরাজউদ্দিনের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

ঝুপখালিতে শাহজাহানের ভাই সিরাজউদ্দিনের সম্পত্তিতে আগুন। ছবি: পার্থ পাল

Jhupkhali Protest: শাহজাহান ও তাঁর দুই ঘনিষ্ঠ সহযোগী শিবু-উত্তমের বিরুদ্ধে কয়েক সপ্তাহ আগেই গর্জে উঠেছিল সন্দেশখালির মহিলারা। তাদের বিরুদ্ধে জমি দখল, নারীদের অসম্মানের অভিযোগ তোলা হয়। এবার জমি দখলের অভিযোগ উঠল শেষ শাহজাহানের ভাই সিরাজউদ্দিনের বিরুদ্ধে। উত্তপ্ত সন্দেশখালির নিকটবর্তী ঝুপখালি। এলাকায় সিরাজউদ্দিন 'সিরাজ ডাক্তার' নামে পরিচিত। তাঁর ফাঁসির দাবি করছেন স্থানীয় মহিলারা।

Advertisment

সিরাজুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ নিয়ে এদিন স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নামে মহিলারা। দুপুর থেকেই উত্তেজনা ছড়ায় বেড়মজুরের ঝুপখালিতে। এলাকার অন্তত ১৫ থেকে ১৬ বিঘা জমি দখল করে নেওয়া হয়েছে বলে অভিযোগ। সেগুলি থেকে গ্রামবাসীদের উৎখাত করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ। মহিলারা বলছেন, তাঁদের জমি দখল করে ভেড়ি বানিয়ে তা আবার বিক্রিও করে দেওয়া হয়েছে। নতুন করে যাতে আর ভেড়ি না হয়, সেই দাবি নিয়েই রাস্তায় বেরিয়ে এসেছেন গ্রামবাসীরা।

আরও পড়ুন- Mamata Suvendu: ‘দিদি নাম্বার ওয়ানে’র সেটে মমতা, ছবি ফাঁস শুভেন্দুর! কীসের ইঙ্গিত?

ভেড়ি ভাঙচুর করা হয় এদিন, আগুন লাগিয়ে দেওয়া হয় সিরাজউদ্দিনের অফিসে। ডিআইজি বারাসত ভাস্কর মুখোপাধ্যায়ের নেতৃত্বে একটি বড় পুলিশ বাহিনী সন্দেশখালিতে যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে।

আরও পড়ুন- Sandeshkhali Journalist Bail: সন্দেশখালিতে ধৃত সাংবাদিকের জামিন, রাজ্যকে তুলোধনা হাইকোর্টের

পুলিশ কর্তাদের সামনে পেয়েই গ্রামবাসীরা অভিযোগ জানাতে শুরু করেন। এক মহিলা বলেন, 'ওর ফাঁস চাই। ওর হাতে পায়ে ধরে বলেছিলাম, আমার বাপের বাড়ির জমি নিও না। সব দখল করে নিয়েছে।' ছোট সন্তানদের নিয়ে কীভাবে দিন কাটাতে হয়েছে, সেই কাহিনিও বলছেন মহিলারা। পুলিশের কাছে তাঁদের প্রশ্ন, 'আপনারা এতদিন কোথায় ছিলেন, যখন আদিবাসী গ্রামবাসীদের ল্যাম্প পোস্টে বেঁধে পেটানো হয়েছিল।'

আরও পড়ুন- Sandeshkhali Case: সন্দেশখালি নিয়ে ‘বিভ্রান্তিকর’ খবরের অভিযোগ, এবার খবরের চ্যানেলের হোস্টের বিরুদ্ধে FIR পুলিশের

Sandeshkhali sheikh shahjahan tmc West Bengal seikh shahjahan
Advertisment