IPS Papia Sultana Transfer: সন্দেশখালিতে কর্তব্যরত আইপিএস অফিসার পাপিয়া সুলতানাকে বদলি করা হল।
উত্তপ্ত সন্দেশখালি। নারী নির্যাতনের একের পর এক ভয়ঙ্কর অভিযোগ সামনে এসেছে। শিবু হাজরা, উত্তম সর্দারদের বিরুদ্ধে রাজ্যপালের কাছে অভিযোগ করেন সেখানকার নির্যাতিতারা। এরপর রাজ্য পুলিশ প্রশাসনের তরফ থেকে কড়া পদক্ষেপ করা হয়। সন্দেশখালির নারী সুরক্ষায় গঠন করা হয় ১০ সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি। ডিআইজি পদমর্যাদার এক মহিলা পুলিশ আধিকারিকের নেতৃত্বে গঠিত হয় কমিটি ৷ হোমগার্ডের এসপি পাপিয়া সুলতানা যান সন্দেশখালির বিভিন্ন গ্রামে। বাড়ি বাড়ি ঘুরে নির্যাতিতাদের সঙ্গে কথা বলেন এই আইপিএস। নির্যাতিতাদের বয়ান নথিভুক্ত করেন।
আরও পড়ুন- khalistani Controversy: পাগড়িধারী শিখ অফিসারকে ‘খালিস্তানি’ কটাক্ষ বিজেপির, সোচ্চার মমতার কড়া হুঁশিয়ারি
এরপর বসিরহাটের পুলিশ সুপার হোসেন মেহেদি রহমান এবং বারাসত রেঞ্জের ডিআইজি সুমিত কুমার জানিয়েছিলেন, পাপিয়া সুলতানা সন্দেশখালির মহিলাদের সঙ্গে কথা বসেছেন। চারটি অভিযোগ সামনে এসেছে। তবে কোথাও কোনও নির্যাতনের অভিযোগ আসেনি।
আরও পড়ুন- Suvendu Adhikari In Sandeshkhali: সন্দেশখালিতে ঢুকেই ‘বদলে’র হুঙ্কার শুভেন্দুর, শাহজাহান প্রসঙ্গে করলেন চাঞ্চল্যকর দাবি
এদিন বৃন্দা কারাত সন্দেশখালি যেতে চেয়েছিলেন। তখন তিনিই ১৪৪ ধারা জারি থাকার কারণ দর্শিয়ে তাঁর সঙ্গে কথা বলেন পাপিয়াই। এসবের মধ্যেই মঙ্গলবার দুপুরে সন্দেশখালি থেকে সরানো হল হোমগার্ডের এসপি আইপিএস পাপিয়া সুলতানাকে। তাঁকে বদলি করে দেওয়া হল বারাকপুর ১ নম্বর ব্যাটেলিয়নে।