Advertisment

Shahjahan Sheikh: ঘটনার ৫ দিন পরেও নাগালের বাইরে সন্দেশখালির 'ভাই', কোথায় শাহজাহান?

TMC leader Shahjahan Sheikh: ন্যাজাট থানার পুলিশ নাকা চেকিং করে। চারচাকা থেকে বাইক কিছুই বাদ যায়নি এই চেকিং থেকে। তবে বিরোধীদের দাবি, এই সব নাকা চেকিং একেবারেই লোকদেখানো। কোনও সেফ কাস্টডিতে আছে শাহজাহান! সঠিক নির্দেশ পেলেই সেই অনুযায়ী সিদ্ধান্ত নেবে ওই নেতা। এদিকে ওই দিনের ঘটনার তদন্তে বুধবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে বয়ান নিতে আসেন বসিহাট পুলিশ ডিস্ট্রিক্টের ডিএসপি সানন্দা গোস্বামী। তাঁকে শাহজাহান নিয়ে জিজ্ঞাসা করা হলে তিনি কোনও জবাব দেননি।

IE Bangla Web Desk এবং Joyprakash Das
New Update
TMC leader Sheikh Shahjahan, Sheikh Shahjahan Arrested, Sandeshkhali Case News

TMC leader Sheikh Shahjahan Arrested: শেখ শাহজাহান গ্রেফতার।

Sandeshkhali Ed Attacked: ইডি দফতরে এসেছেন বসিরহাট জেলা পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক। এর আগে রাজ্য পুলিশ কর্তা হুঙ্কার ছেড়েছেন। সন্দেশখালির ঘটনায় ইডি গুরুত্বপূর্ণ বৈঠক সেরেছে সিজিও কমপ্লেক্সে। কিন্তু সন্দেশখালির ঘটনার চার দিন পরেও খোঁজ মেলেনি তৃণমূল নেতা শেখ শাহজাহানের। কোথায় শাহজাহান ওরফে সন্দেশখালির 'ভাই'? প্রথম দফায় বাংলাদেশে পালিয়েছেন বলে রব উঠেছিল। পরবর্তীতে স্থানীয় তৃণমূল বিধায়কের বয়ানে স্থানীয় কোনও জায়গায় আছে বলে মন্তব্য করা হয়। কিন্তু 'ভাই' কোথায়? সন্দেশখালি শুধু নয়, রাজ্যের সর্বত্র এই নিয়ে চলছে নানা আলোচনা।

Advertisment

রাজ্য পুলিশ কর্তার হুঙ্কারের পর অভিজ্ঞ মহলের ধারনা হয়েছিল, শীঘ্রই ফাঁদে পড়তে চলেছেন শাহজাহান। পুলিশি কি তাহলে তার নাগাল পেতে চলেছে? এমনই চর্চা ঘুরপাক খেতে থাকে সর্বত্র। বুধবার বিকেলেও শাহজাহানের কোনও খোঁজে মেলেনি। গত ৫ জানুয়ারি, শুক্রবার সন্দেশখালির সরবেড়িয়ার আকুঞ্জিপাড়ায় শাহজাহানের বাড়িতে ইডি আধিকারিকদের হানাকে কেন্দ্র করে বড় ধরনের গন্ডগোলের ঘটনা ঘটে। ইডি আধিকারিকের মাথা ফাটিয়ে দেওয়া হয়। সরবেড়িয়া থেকে ইডি আধিকারিকদের সঙ্গে তাড়িয়ে দেওয়া হয় কেন্দ্রীয় বাহিনীকেও। সেদিন থেকে নিখোঁজ তৃণমূল নেতা শাহজাহান শেখ।

আরও পড়ুন- হেস্তনেস্ত চাইছেন অভিষেক, এবার জোড়া বিচারপতির বিরুদ্ধে সুপ্রিম আবেদন

এদিকে এদিন ন্যাজাট থানার পুলিশ নাকা চেকিং করে। চারচাকা থেকে বাইক কিছুই বাদ যায়নি এই চেকিং থেকে। তবে বিরোধীদের দাবি, এই সব নাকা চেকিং একেবারেই লোকদেখানো। কোনও সেফ কাস্টডিতে আছে শাহজাহান! সঠিক নির্দেশ পেলেই সেই অনুযায়ী সিদ্ধান্ত নেবে ওই নেতা। এদিকে ওই দিনের ঘটনার তদন্তে বুধবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে বয়ান নিতে আসেন বসিহাট পুলিশ ডিস্ট্রিক্টের ডিএসপি সানন্দা গোস্বামী। তাঁকে শাহজাহান নিয়ে জিজ্ঞাসা করা হলে তিনি কোনও জবাব দেননি।

আরও পড়ুন- ‘বেরিয়ে যান’, প্রাথমিক নিয়োগ মামলা থেকে এজি-কে সরালেন বিচারপতি অমৃতা সিনহা

শাহজাহানের পরিবারের সদস্যরাও বলতে পারছেন না কোথায় আছেন তিনি। শাহজাহান বাংলাদেশ পালিয়েছে বলে বিজেপি নেতৃত্ব প্রথমে সুর চড়িয়েছিল। যদিও সুন্দরবনে বাংলাদেশ সীমান্ত রয়েছে। সন্দেশখালি থেকে যার দূরত্ব খুব বেশি নয়। এখানে জলপথে সীমান্ত অনেকটাই। এদিকে দক্ষিণ ২৪ পরগনার লাগোয়া সন্দেশখালি অঞ্চল। দক্ষিণ ২৪ পরগনাতেও দুএকজন বাহুবলী নেতা রয়েছেন। কলকাতা লাগোয়া নিউটাউনেও বহু নেতার বসবাস। ঘটনার ৫ দিন পরেও নাগালের বাইরে সন্দেশখালির 'ভাই'। কবে শাহজাহান পুলিশ বা ইডির নাগালে আসেন, সেদিকেই নজর রয়েছে অভিজ্ঞমহলের।

Sandeshkhali sheikh shahjahan tmc sandeshkali ed tmc
Advertisment