Sandeshkhali Arrest: অবশেষে পুলিশের জালে সন্দেশখালির শাহজাহান শাগরেদ শিবপ্রসাদ হাজরা

Sandeshkhali: শনিবার বিকেলে বারাসত পুলিশ জেলার এসপি ও রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের সাংবাদিক বৈঠকের কিছুক্ষণের মধ্যেই শিবপ্রসাদকে গ্রেফতার করা হয়।

Sandeshkhali: শনিবার বিকেলে বারাসত পুলিশ জেলার এসপি ও রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের সাংবাদিক বৈঠকের কিছুক্ষণের মধ্যেই শিবপ্রসাদকে গ্রেফতার করা হয়।

author-image
IE Bangla Web Desk
New Update
sandeshkhali shibu hazra anather rape case , আরও একটচি ধর্ষণের মামলা দায়ের সন্দেশখালিকাণ্ডে অভিযুক্ত শিবপ্রসাদ হাজরার বিরুদ্ধে

ধৃত শিবপ্রসাদ হাজরা (বাঁদিকে)।

Sandeshkhali Shivprasad Hazra Arrest: অবশেষে গ্রেফতার সন্দেশখালির শিবু হাজরা। ন্যাজাট থেকে সন্দেশখালির ২ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি তথা উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের এই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। শনিবার বিকেলে বসিরহাট পুলিশ জেলার এসপি ও রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের সাংবাদিক বৈঠকের কিছুক্ষণের মধ্যেই শিবপ্রসাদকে গ্রেফতার করা হয়।

Advertisment

রেশন দুর্নীতিতে অভিযুক্ত শেখ শাহজাহানের অতি ঘনিষ্ঠ বলে পরিচিত ধৃত শিবপ্রসাদ। এর আগে সন্দেশখালির আরেক তৃণমূল নেতা তথা শাহজাহান ঘনিষ্ঠ উত্তম সর্দারকে গ্রেফতার করেছিল পুলিশ। তবে বর্তমানে সে জামিনে মুক্ত। ফেরার ছিলেন শিবু। তবে শেষ রক্ষা হল না।

দিন কয়েক আগেই শাহজাহানের শাগরেদ শিবপ্রসাদ হাজরা ও উত্তম সর্দারের অত্যাচারে প্রতিবাদে গর্জে উঠেছিল সন্দেশখালির মানুষে। সম্পত্তি দখল ও গণধর্ষণের অভিযোগে সোচ্চার হন গ্রামের মহিলারা। উত্তম সর্দার ও শিবু হাজরার বাড়ি-ঘর-কারখানা-পোলট্রি ফার্ম আগুন লাগিয়ে পুড়িয়ে দেয় গ্রামবাসীরা। পরিস্থিতি খতিয়ে দেখতে কেন্দ্র ও রাজ্যের একাধিক টিম পরের পর সন্দেশখালি পরিদর্শনে আসে।

Advertisment

আরও পড়ুন-Sandeshkhali Incident: সন্দেশখালিকাণ্ডে নবান্নের মুখ পুড়তেই পুলিশের শীর্ষ পদে বড় বদল, দেখুন কোন পদে কে

এসবের মধ্যেই নির্যাতিতার গোপন জবানবন্দির ভিত্তিতে শনিবারই শিবপ্রসাদ ও উত্তমের বিরুদ্ধে গণধর্ষণ ও খুনের চেষ্টার ধারা যুক্ত করা হয়। এরপরই পুলিশের জালে শিবপ্রসাদ হাজরা। তবে সন্দেশখালি হামলার ৪৪ দিন পরও খোঁজ নেই অভিযুক্ত শেখ শাহজাহানের।

আরও পড়ুন-Sandeshkhali case: বিরাট চাপে অবশেষে পদক্ষেপ পুলিশের, সন্দেশখালির শিবু-উত্তমের বিরুদ্ধে গণর্ষণের মামলা রুজু

কেন এখনও অধরা শেখ শাহজাহান? শনিবার রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের ব্যাখ্যা, 'ইডি-ই তো শাহজাহানের বিরুদ্ধে তদন্ত করছিল। তারা কেন তাঁকে গ্রেফতার করছে না?' ডিজির দাবি, 'রাজ্য পুলিশ যখন অভিযুক্তের বিরুদ্ধে তদন্ত শুরু করে, ইডি-ই সেই তদন্ত বন্ধ করিয়ে দিয়েছে।'

Sandeshkhali sandeshkali ed