TMC leader Sheikh Shahjahan Arrested: অবশেষে গ্রেফতার সন্দেশখালির (Sandeshkhali) একদা 'বেতাজ বাদশা' শেখ শাহজাহান (Sheikh Shahjahan)। সন্দেশখালিরই একটি এলাকা থেকে দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশ। গ্রেফতারের পরেই তাকে নিয়ে যাওয়া হয়েছে বসিরহাট কোর্ট লক আপে।
ED-র উপর হামলার ঘটনার পর ৫৬ দিনের মাথায় অবশেষে গ্রেফতার করা হল বাহুবলী তৃণমূল নেতা শেখ শাহজাহানকে। আজই তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে। আজ ভোরে গ্রেফতারের পর শাহজাহানকে নিয়ে যাওয়া হয়েছে বসিরহাট কোর্ট লক আপে। সেখানেই আপাতত রাখা হয়েছে তৃণমূল নেতাকে। আজ বেলায় তাকে আদালতে পেশ করবে পুলিশ। শাহজাহানের বিরুদ্ধে ধর্ষণ, নারী নির্যাতন, জমি দখলের ভুরি-ভুরি অভিযোগ রয়েছে।
শাহজাহানের গ্রেফতারি প্রসঙ্গে এদিন BJP রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বলেন, "বিজেপির লাগাতার আন্দোলনের ফলেই শাহজাহান গ্রেফতার হল। সন্দেশখালির মা-বোনেদের লাগাতার আন্দোলনের জয় হল।"
অন্যদিকে আর এক বিজেপি সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh) এদিন বলেন, "সর্বভারতীয় চাপের জেরে শেখ শাহজাহানকে গ্রেফতার করতে বাধ্য হয়েছে পুলিশ। সবাই জানত, শাহজাহান ওখানেই আছে। কোর্টের কানমোলা খেয়ে এখন তাকে গ্রেফতার করতে বাধ্য হয়েছে পুলিশ।"
এদিকে, শাহজাহান গ্রেফতারি ইস্যুতে তৃণমূলের মুখপাত্র শান্তনু সেন বলেছেন, "শাহজাহানের গ্রেফতারি এটা প্রমাণ করল যে তৃণমূল সরকার রাজধর্ম পালন করে। পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক, উত্তম সরদার, শিবু হাজরাদের বিরুদ্ধে যেভাবে পদক্ষেপ করা হয়েছিল সেভাবেই শাহজাহানকে গ্রেফতার করা হল। শেখ শাহাজাহানের গ্রেফতারি এটা প্রমাণ করল যে পুলিশও রাজধর্ম পালন করেছে।"