Sandeshkhali: সন্দেশখালির তৃণমূল নেতা উত্তম সরদারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল তৃণমূল। সন্দেশখালি তৃণমূলের অঞ্চল সভাপতি তথা উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য উত্তম সরদারকে ৬ বছরের জন্য দল থেকে সাসপেন্ড করার ঘোষণা করলেন তৃণমূল নেতা পার্থ ভৌমিক। দলের অভ্যন্তরীম তদন্ত রিপোর্ট এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এই পদক্ষেপ করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। এই দলগত ব্যবস্থা নেওয়ার পরেই উত্তম সরদারকে গ্রেফতার করে পুলিশ।
শনিবার কলকাতার রেড রোডে তৃণমূলের ধরনা মঞ্চ থেকে পার্থ ভৌমিক বলেন, 'আমাদের দলীয় রিপোর্ট অনুসারে দল ব্যবস্থা নিয়েছে।' কেন শেখ শাহজাহানের বিরুদ্ধে এখনও ব্যবস্থা নিচ্ছে না দল?', এপ্রসঙ্গে পার্থ ভৌমিক বলেন, "এখানে শাহজাহান আলোচ্চ বিষয় নয়। যাঁকে নিয়ে কেউ কিছু বলেনি খামোকা তাঁকে নিয়ে আলোচনা করব কেন?'
এদিকে, উত্তম সরদারকে সাসপেন্ড ইস্যুতে মুখ খুলেছে বিরোধীরা। সংবাদমাধ্যমে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, "এটা লোকদেখানো ব্যাপার। ওরা আদিবাসীদের জমি কেড়ে নিয়েছে। রোহিঙ্গাদের ঢুকিয়ে অত্যাচার করেছে। তৃণমূল কী এতদিন জানত না? ওরা তো দুষ্কৃতী। ওদের আবার সাসপেন্ড কীসের?"
আরও পড়ুন- Sandeshkhali: প্রতিবাদের আগুন জ্বলছে সন্দেশখালিতে! অশান্তি থামাতে ১৪৪ ধারা, দ্বীপাঞ্চলে ছয়লাপ পুলিশ
সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, "এটা সম্পূর্ণ লোকদেখানো সাসপেনশন। শেখ শাহাজাহানের গ্রেফতারের কী হল? উত্তম সরদার, শিবু হাজরারা টাকা তুলে শাহজাহানেক দিত। শাহজাহান দিত জ্যোতিপ্রিয়কে। জ্যোতিপ্রিয় সেই টাকা পাঠাত কালীঘাটে।"
আরও পড়ুন- Zoological Park: অভাবনীয় বিস্ময় আর মাত্র কয়েকদিনেই! চিড়িয়াখানায় পর্যটকদের ভরপুর বিনোদনে ইতিহাস গড়বে নয়া অতিথিরাই
এদিকে, সন্দেশখালিতে বুধবার থেকে প্রতিবাদে সোচ্চার হয়েছেন গ্রামবাসীরা। শাহজাহান ঘনিষ্ঠ উত্তম সরদার, শিবু হাজরার একাধিক সম্পত্তিতে ভাঙচুর-আগুন লাগানো চলছে অহরহ। আইনের শাসন হাতের বাইরে চলে যাচ্ছে দেখে নড়েচড়ে বসে নবান্ন। শুক্রবার রাত ৯.৩০ থেকে সন্দেশখালি ২ নং ব্লকের ৮টি পঞ্চায়েত এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। সন্দেশখালির প্রতিটি দ্বীপে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে।
আরও পড়ুন- Sandeshkhali: সন্দেশখালি ইস্যুতে তুঙ্গে রাজভবন-BJP সংঘাত! ভয়ঙ্কর হুঁশিয়ারি শুভেন্দুর