Advertisment

Sandeshkhali-Droupadi Murmu: কালই ভোটের দিন ঘোষণা, আজ হঠাৎ করে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ সন্দেশখালির মহিলাদের

Sandeshkhali victims meet President Draupadi Murmu: এর আগে সন্দেশখালির পরিস্থিতি নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে একাধিক রিপোর্ট জমা পড়েছে। সন্দেশখালির সার্বিক ঘটনা নিয়ে জাতীয় মানবাধিকার কমিশন থেকে শুরু করে মহিলা কমিশনও রিপোর্ট জমা দিয়েছে রাষ্ট্রপতিকে।

author-image
IE Bangla Web Desk
New Update
Sandeshkhali victims meet President Draupadi Murmu

এবার সন্দেশখালির নির্যাতিতারাই রাষ্ট্রপতির দ্বারস্থ হলেন।

Sandeshkhali-Droupadi Murmu: সন্দেশখালির (Sandeshkhali) ঘটনাকে কেন্দ্র করে এখনও উত্তপ্ত বঙ্গ রাজনীতির আঙিনা। এদিকে, আগামিকালই আসন্ন লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) নির্ঘণ্ট ঘোষণা হতে চলেছে। তার আগে শুক্রবার দিল্লিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (Draupadi Murmu) সঙ্গে দেখা করলেন সন্দেশালির নির্যাতিতারা। তাঁদের সঙ্গে হওয়া নির্যাতন প্রসঙ্গেও রাষ্ট্রপতিকে একগুচ্ছ অভিযোগ করেছেন তাঁরা।

Advertisment

ভোটের মুখে সন্দেশখালির ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। সন্দেশখালিতে শেখ শাহজাহান (Sheikh Shahjahan) ও তার দলবলের হাতে দিনের পর দিন ধরে অত্যাচারিত, লাঞ্ছিত হতে হয়েছে মহিলাদের একাংশকে, এমনই অভিযোগ। ইতিমধ্যেই রাষ্ট্রপতির কাছে সন্দেশখালির পরিস্থিতি নিয়ে একাধিক রিপোর্ট জমা পড়েছে। জাতীয় মানবাধিকার কমিশন থেকে শুরু করে মহিলা কমিশনও সন্দেশখালি নিয়ে রিপোর্ট জমা দিয়েছে রাষ্ট্রপতিকে।

এবার সন্দেশখালির নির্যাতিতারাই রাষ্ট্রপতির দ্বারস্থ হলেন। শুক্রবার দিল্লিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করে তাঁদের সঙ্গে হওয়া লাঞ্ছনা-অত্যাচার নিয়ে বিস্তারিতভাবে নালিশ জানিয়েছেন। রাষ্ট্রপতি তাঁদের কথা শুনে দুঃখপ্রকাশও করেছেন।

আরও পড়ুন- Narendra Modi-Mamata Banerjee: মমতার আরোগ্য কামনায় মোদী! পাল্টা পোস্টে প্রধানমন্ত্রীকে মুখ্যমন্ত্রী কী লিখলেন জানেন?

এর আগে তফসিলি জাতি এবং জনজাতির কমিশনের পাশাপাশি জাতীয় মানবাধিকার কমিশন এবং মহিলা কমিশনও সন্দেশখালি নিয়ে চিঠি দিয়েছিল রাষ্ট্রপতিকে। উল্লেখ্য, সন্দেশখালির ঘটনা নিয়ে উত্তাল হয়েছিল গোটা বাংলা। শেখ শাহজাহান ও তার শাগরেদ শিবু হাজরা, উত্তম সরদারদের গ্রেফতারের দাবিতে পথে নেমে সোচ্চার হয়েছিলেন হাজার-হাজার মহিলা।

আরও পড়ুন- CM Mamata Banerjee suffers injury: বারবার দুর্ঘটনায় আহত হচ্ছেন মুখ্যমন্ত্রী, ভাগ্নি মমতাকে এবার কী পরামর্শ মামার?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) থেকে শুরু করে একাধিক শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্ত্বও সন্দেশখালির ঘটনা নিয়ে বারবার সোচ্চার হয়েছেন। শেষমেশ সন্দেশখালি কাণ্ডে একে একে গ্রেফতার হয়েছেন শিবু হাজরা, উত্তম সরদার, শেখ শাহজাহানরা।

Droupadi Murmu Sandeshkhali delhi
Advertisment