Advertisment

RG Kar Case: পরপর ৮ দিন, ফের CBI দফতরে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ

RG Kar Case-Sandip Ghosh: এই নিয়ে পরপর ৮ দিন সিবিআই দফতরে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তরুণী চিকিৎসক ধর্ষণ-খুন কাণ্ডে গত কয়েকদিনে রোজ ১০-১২ ঘণ্টা কখনও বা তারও বেশি সময় ধরে CBI দফতরে ছিলেন সন্দীপ ঘোষ। আজ সকালে আবারও তাঁকে ডেকে পাঠানো হয়। গতকাল সন্দীপ ঘোষকে নিয়ে শিয়ালদহ আদালতে গিয়েছিল CBI। তার পলিগ্রাফ পরীক্ষার আবেদন জানানো হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Sandip Ghosh in the CBI office for the eighth time in RG kar case, আরজি কর, সন্দীপ ঘোষ, সিবিআই

RG Kar Case: সিবিআই দফতরে সন্দীপ ঘোষ।

Kolkata Rape and Murder: আবারও সিজিও কমপ্লেক্সে হাজিরা আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের। এই নিয়ে অষ্টমবার CBI দফতরে হাজিরা সন্দীপ ঘোষের। গতকালই সন্দীপ ঘোষকে শিয়ালদহ আদালতে নিয়ে গিয়েছিল CBI। আরজি কর কাণ্ডে সন্দীপ ঘোষের পলিগ্রাফ পরীক্ষার আবেদন জানানো হয়েছে কেন্দ্রীয় তদন্ত সংস্থার তরফে।

Advertisment

এই নিয়ে অষ্টমবার। আরজি কর কাণ্ডে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ফের জিজ্ঞাসাবাদ কেন্দ্রীয় তদন্ত সংস্থার। আরজি করে তরুণী চিকিৎসক ধর্ষণ-খুনের পর থেকেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে নানা মহল থেকে নানা অভিযোগ উঠতে শুরু করে। আরজি করের অধ্যক্ষ থাকাকালীন পাহাড় প্রমাণ দুর্নীতি করেছেন সন্দীপ ঘোষ, উঠেছে এমনও গুরুতর অভিযোগ।

আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি সন্দীপ ঘোষের বিরুদ্ধে বাংলাদেশে মেডিক্যাল বর্জ্য পাচারের অভিযোগ পর্যন্ত তুলেছেন। এককথায় বিপুল প্রভাব খাটিয়ে বছরের পর বছর ধরে দুর্নীতির একটা বিরাট সাম্রাজ্য গড়েছেন সন্দীপ, এমনই অভিযোগ অখতার আলির। তিনি তাঁর অভিযোগ মুখ্যমন্ত্রীর দফতরে পর্যন্ত জানিয়েছিলেন। তাও সেই সময়ে সন্দীপ ঘোষের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয়নি বলে দাবি তাঁর।

আরও পড়ুন- 'শেষমেশ খুনিদের সঙ্গেই কাজ করব?' আতঙ্কে আরজি করের ছাত্রী, জানালেন হস্টেলের পরিস্থিতিও

আরজি কর কাণ্ডের পর থেকে সন্দীপ ঘোষকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালাচ্ছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা। প্রতিদিন দফায় দফায় ১০-১২ ঘণ্টা করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সন্দীপ ঘোষকে। সন্দীপ ঘোষের বয়ান রেকর্ড করা হয়েছে বলে সিবিআই সূত্রের খবর।

আরও পড়ুন- RG Kar Incident: মালদা মেডিকেলে আরজি কর শীর্ষ কর্তার প্রবেশে চরম হুঁশিয়ারি, গর্জে উঠলেন জুনিয়ার ডাক্তাররা

আজ ফের একবার তাঁকে ডেকে পাঠিয়েছিল সিবিআই। শুক্রবার সকালে আবারও সল্টলেকের সিজিও কমপ্লেক্সের দফতরে ঢুকতে দেখা যায় প্রাক্তন অধ্যক্ষকে। এদিকে কলকাতা পুলিশের তরফে সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়ির সামনে নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে।

আরও পড়ুন- RG Kar Doctors Death: তদন্ত কতদূর? আদৌ বিচার পাবেন ‘অভয়া’! CBI দফতরে আরজি করের পড়ুয়া-চিকিৎসকরা

RG Kar Medical College sandip ghosh cbi
Advertisment