বিজ্ঞানের অভাবনীয় 'উপহার'! স্বামীর মৃত্যুর ২ বছর পর সন্তানের জন্ম দিলেন মহিলা

সুস্থ সন্তানের জন্ম দিয়েছেন ওই মহিলা। আপাতত কয়েকদিন হাসপাতালেই ভর্তি থাকবেন তিনি।

সুস্থ সন্তানের জন্ম দিয়েছেন ওই মহিলা। আপাতত কয়েকদিন হাসপাতালেই ভর্তি থাকবেন তিনি।

IE Bangla Web Desk & Nilotpal Sil
New Update
Sangita Kesari from Murarai gave birth to a child using IVF method

বিজ্ঞানের অবিস্মরণীয় আবিষ্কারের ব্যবহারে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন এই মহিলা।

মৃত স্বামীর সংরক্ষিত শুক্রাণু ব্যবহার করে ইন ভিট্রো ফার্টিলাইজেশন (আই ভি এফ) পদ্ধতিতে সন্তানের মা হলেন বীরভূমের মুরারই এলাকার এক মহিলা। ৪৮ বছর বয়সে এসে সন্তানের জন্ম দিয়েছেন তিনি।
সদ্যোজাত সন্তান সুস্থ থাকলেও মা রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি রয়েছেন। গত মঙ্গলবার রাতে তিনি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন।

Advertisment

জানা গিয়েছে, মুরারইয়ের বাসিন্দা সঙ্গীতা কেশরীর সন্তান ধারণে সমস্যা ছিল। দীর্ঘদিন আই ভি এফ পদ্ধতিতে সন্তান লাভের চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন তিনি। দু'বছর আগে কলকাতার একটি পরীক্ষাগারে তাঁর স্বামীর শুক্রানু সংরক্ষণ করা হয়।

এরই মধ্যে কোভিডে সঙ্গীতাদেবীর স্বামী অরুন প্রসাদ কেশরী মারা যান। সন্তান কামনায় মৃত স্বামীর শুক্রাণু ব্যবহারের সিদ্ধান্ত নেন মহিলা। ৪৮ বছর বয়সে পুত্র সন্তানের মা হন সঙ্গীতা কেশরী। গত মঙ্গলবার একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন সঙ্গীতা। স্বামী-হারা এই মহিলা আই ভি এফ পদ্ধতির ব্যবহারে সন্তানের জন্ম দিতে পেরেছেন।

Advertisment

আরও পড়ুন- Ajker Rashifal Bengali, 16 December 2023: দীর্ঘশত্রুতা করলে মুশকিল! কর্কট-কুম্ভ সামলে…

সঙ্গীতা কেশরীর বাপের বাড়ি উত্তর ২৪ পরগনার নৈহাটিতে। মুরারইয়ের বাসিন্দা অরুন প্রসাদ কেশরীর সঙ্গে ২৭ বছর আগে বিয়ে হয়েছিল তাঁর। মুরারইয়ে তাঁদের একটি মুদিখানার দোকান রয়েছে। দু'বছর আগে স্বামী মারা যাওয়ার পর সঙ্গীতাই মুদি খানার দোকান চালান। স্বামী মারা যাওয়ার পর থেকে শ্বশুরবাড়ির লোকজন কিংবা বাপের বাড়ির কেউ, তাঁর সঙ্গে যোগাযোগ রাখেননি। হাসপাতালে তিনি এখন একাই রয়েছেন।

Birbhum West Bengal IVF