Advertisment

বিতর্কের মাঝেই মেয়াদ শেষ বিদ্যুতের, নতুন উপাচার্য পেল বিশ্বভারতী

এই বদলকে তাদের আন্দোলনের জয় বলে দাবি করেছে রাজ্যের শাসক শিবিরের একাংশ।

author-image
IE Bangla Web Desk
New Update
Santiniketan Paush Mela Visva Bharati Acting Vice-Chancellor sanjay kumar mullick , শান্তিনিকেতনে ফের পৌষ মেলার আসর, দায়িত্ব নিয়ে কী বললেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য?

বিশ্বভারতীয় নয়া ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয় কুমার মল্লিক।

নানা কারণে বিতর্কে জড়িয়ে বার বার সংবাদ শিরোনামে এসেছেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। বুধবারই তাঁর কাজের মেয়াদ শেষ হল। তাঁর মেয়াদ কী ফের বাড়ান হবে? গত কয়েকদিনে চর্চায় উঠেছে এই প্রশ্ন। এসবের মধ্যেই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য করা হল ডঃ সঞ্জয়কুমার মল্লিককে।

Advertisment

৫৬ বছর বয়সী অধ্যাপক সঞ্জয়কুমার মল্লিক কলাভবনের অধ্যক্ষ। বিশ্বভারতীর কর্মসমিতিরও সদস্য তিনি। বিশ্বভারতী অ্যাক্ট অ্যান্ড স্ট্যাটু অনুযায়ী সিনিয়র মোস্ট অধ্যাপক হিসাবে উপাচার্যের ভার সামলানোর দায়িত্ব দেওয়া হল সঞ্জয় মল্লিককে। উপাচার্য পদে সঞ্জয়বাবুর নিয়োগের কথা প্রকাশ্যে আসতেই উচ্ছ্বাস দেখা যায় বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া, অধ্যাপক ও কর্মীদের মধ্যে৷ এই বদলকে তাদের আন্দোলনের জয় বলে দাবি করেছে রাজ্যের শাসক শিবিরের একাংশ।

উপাচার্য পদে বিদ্যুৎ চক্রবর্তী যতদিন ছিলেন ততদিনই তাঁর বহু সিদ্ধান্ত ঘিরে তোলপাড় হয়েছে। থানা,পুলিশ, আইন-আদালত কিছুই বাকি নেই। মেয়াদ শেষের দিনও তাঁকে ঘিরে আন্দোলন, বিক্ষোভ হতে পারে, এই আশঙ্কায় বিশ্ববিদ্যালয় চত্বর, উপাচার্যের বাড়ি ও দফতর এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল। কড়া নিরাপত্তার ঘেরাটোপে উপাচার্যের বাসভবন পূর্বিতা থেকে বুধবার দুপুরে কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে সাক্ষর করেন বিদ্যুৎবাবু। কোনও উপাচার্যের মেয়াদ শেষ এই দৃশ্য বিশ্বভারতীতে নজিরবিহীন বলে দাবি আশ্রমিকদের।

নোবেলজয়ী অমর্ত্য সেনের বাড়ি বিতর্ক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা, বিশ্ববিদ্যালয়ের রাস্তার দাবি থেকে পৌষ মেলা বন্ধ, আশ্রমিকদের একাংশকে আক্রমণ। বহু কারণে কখনও মুখ খুলে, কখনও আবার তাঁর সিদ্ধান্তের কারণে একাধিকবার বিতর্কে জড়িয়েছেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। বিধানসভা ভোটে বিজেপির পরাজয় নিয়ে সেমিনারের আয়োজন করে সমালোচনার মুখেও পড়েছিলেন। বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা বিদ্যাৎবাবুকে নাগাড়ে আক্রমণ করে গিয়েছেন। শেষমেষ বিতর্কের অবসান হল, নয়া ভারপ্রাপ্ত উপাচার্য পেল কবিগুরুর বিশ্বভারতী।

visva bharati Visva-Bharati University
Advertisment