Advertisment

বুধে মেয়াদ শেষ, বৃহস্পতিতেই বিদ্যুৎ চক্রবর্তীকে পুলিশি তলব! কী বললেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য?

এদিকে মেয়াদ শেষের পরই প্রাক্তন উপাচার্যকে তলব করল শান্তিনিকেতন থানা। ৬টি মামলার প্রেক্ষিতে তাঁকে ডাকা হয়েছে। ১০ নভেম্বরের পর থেকে বিদ্যাৎবাবুকে ক্রমান্বয়ে হাজিরা দিতে বলা হয়েছে।

IE Bangla Web Desk এবং Rajit Das
New Update
Santiniketan Paush Mela Visva Bharati Acting Vice-Chancellor sanjay kumar mullick , শান্তিনিকেতনে ফের পৌষ মেলার আসর, দায়িত্ব নিয়ে কী বললেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য?

বিশ্বভারতীয় নয়া ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয় কুমার মল্লিক।

২৪ ঘন্টা হয়েছে দায়িত্বভার গ্রহণ করেছেন। এরমধ্যেই রাজ্যের সঙ্গে বিশ্বভারতীয় দূরত্ব কমাতে উদ্যোগী উপাচার্য সঞ্জয় কুমার মল্লিক। সবপক্ষকে আহ্বান জানালেন কবিগুরুর বিশ্বভারতীর গড়িমা ধরে রাখার। এদিকে মেয়াদ শেষের পরই প্রাক্তন উপাচার্যকে তলব করল শান্তিনিকেতন থানা। ৬টি মামলার প্রেক্ষিতে তাঁকে ডাকা হয়েছে। ১০ নভেম্বরের পর থেকে বিদ্যুৎবাবুকে ক্রমান্বয়ে হাজিরা দিতে বলা হয়েছে।

Advertisment

কী বললেন ভারপ্রাপ্ত উপাচার্য?

বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সঞ্জয় কুমার মল্লিক। তিনি বলেন, 'বিশ্বভারতীর সমস্ত সমস্যার সমাধান জানতে চেয়ে আমি মন্ত্রকে চিঠি করেছি। তারা জানালেই আমি পদক্ষেপ করব। তবে আমার সর্বস্তরের মানুষের কাছে আবেদন যে শান্তিনিকেতনের ঐতিহ্য সংস্কৃতি সকলেই ধরে রাখতে হবে৷ বিশ্ব ঐতিহ্যের তকমা ধরে রাখতে কোনও রকম বিশৃঙ্খলা কাম্য নয়৷' সঞ্জয়বাবুর জানিয়েছেন, ভারপ্রাপ্ত উপাচার্যের কী কাজ, কতটা এক্তিয়ার সেগুলো তাঁর জানা নেই৷ এসব জানাতে চেয়ে তিনি কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকে চিঠি দিয়েছেন।

মূল লক্ষ্য?

উপাচার্য বলেছেন, 'ভারপ্রাপ্ত উপাচার্য হওয়ায় আমার কাজ স্থায়ী উপাচার্য যাতে দ্রুত আসতে পারেন তার পথ প্রশস্ত করে দেওয়া। এ জন্য ইসি ও বিশ্ববিদ্যালয়ের কোর্টের সভা ডাকতে হয়। আপাতত সেটাই করা আমার মূল লক্ষ্য।'

ফলক বিতর্ক

ফলক বিতর্কে উত্তাল বিশ্বভারতী। সেই ফলক বাতিলের কী নির্দেশ দেবেন বর্তমান উপাচার্য? সঞ্জয়বাবুর জবাব, 'আমি কোনও নির্দেশ বা পদক্ষেপ করতে পারিন কিনা সেটা আমি এখনও জানি না। তাই আগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক থেকে আমার এক্তিয়ার জানানো হোক, তারপরই আমি কী করণীয় তা বলতে পারব।'

রাজ্যের সঙ্গে দূরত্ব কমাতে কী করণীয়?

নোবেলজয়ী অমর্ত্য সেনের বাড়ির জমি থেকে রাস্তার দাবি, মুখ্যমন্ত্রীকে নিশানা- একাধিক কারণে তাঁর নানা পদক্ষেপের জেরে বিতর্কে জড়িয়েছিলেন বিশ্বভারতীয় প্রাক্তন উপাচার্য। উপাচার্যে বিদ্যুৎ চক্রবর্তীর আমলে নবান্নের সঙ্গে দূরত্ব ক্রমেই বেড়েছে বিশ্বভারতীয়। সেই ব্যবধান কমাতে কী পদক্ষেপ করবেন বর্তমান উপাচার্য? ভারপ্রাপ্ত উপাচার্য জানিয়েছেন, রাজ্য সরকারের সঙ্গে দূরত্ব যাতে কমে ও বিশ্বভারতী যাতে সঠিক পথে চলে সেটাই তিনি করবেন। পৌষমেলার আয়োজন করার চেষ্টা তিনি যে করবেন, তার ইঙ্গিতও দিয়েছেন উপাচার্য সঞ্জয় কুমার মল্লিক।

প্রসঙ্গ পৌষ মেলা

পৌষ মেলা ফের চালু হবে? তা এদিন স্পষ্ট না করলেও ভারপ্রাপ্ত উপাচার্য শুধু বলেছেন 'আমি কলাভবনের ছাত্র'। অর্থাৎ তিনি ইঙ্গিতে অনেক কিছু বোঝানোর চেষ্টা করেছেন বলে মনে করা হচ্ছে।

বিদ্যুৎকে তলব

বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর একাধিক সিদ্ধান্ত, পদক্ষেপ, মন্তব্যের প্রেক্ষিতে বহু অভিযোগ দায়ের হয়েছে শান্তিনিকেতন থানায়। ৮ নভেম্বর তাঁর মেয়াদ শেষ হয়েছে। এখনও তিনি সরকারি বাসভবনেই রয়েছেন। এদিন শান্তিনিকেতন থানার মহিলা অফিসারের নেতৃত্বে পুলিশ যায় বিদ্যুৎবাবুর বাসভবনে৷ জানা গিয়েছে, ৬টি পৃথক মামলায় তাঁকে নোটিস দিয়ে শান্তিনিকেতন থানায় তলব করা হয়েছে। ১০ নভেম্বর থেকে পর পর হাজিরার তারিখ দেওয়া হয়েছে তাঁকে।

আরও পড়ুন- Exclusive: দুর্নীতির পাহাড়ে অবাধ বিচরণ মিলমালিক থেকে এজেন্টদের, কোন পথে ‘লুঠতরাজ’?

আরও পড়ুন- মহুয়াকে বহিষ্কারেই সম্মতি এথিক্স কমিটির, ডিসেম্বরে ভাগ্য নির্ধারণ

shantiniketan visva bharati Bidyut Chakraborty Visva-Bharati University Visva Bharati VC Sanjay Kumar Mullick Poush Mela
Advertisment