সংস্কারের জন্য ১৯ নভেম্বর থেকে সাঁতরাগাছি সেতু যান নিয়ন্ত্রণ হচ্ছিল। রাত এগারোটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত এই সেতু দিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা থাকছে৷ হাওড়া দিয়ে কলকাতার অন্যতম প্রবেশদ্বার সাঁতরাগাছি সেতুর গুরুত্ব অপরিসীম। নিত্য প্রায় ৮০ হাজার যান এই সেতুর উপর দিয়ে যাতায়াত করে। সেই সেতুতে সংস্কারের কাজ চলায় চরম হয়রানিরশিকার হতে হচ্ছে যাত্রীদের। গত প্রায় ১ মাস ধরে চরম যানজট হচ্ছিল। তবে পূর্তমন্ত্রীর ঘোষণায় বড় দিনের আগেই সেই দুর্ভোগ কাটার অপেক্ষা।
সাঁতরাগাছি সেতুর এক্সপ্যানসন জয়েন্টগুলি খারাপ হয়ে গিয়েছিল৷ সেগুলির সংস্কারের কাজ চলছে। ঠিক ছিল ৩১ ডিসেম্বরের মধ্যে সেতু সংস্কারের কাজ সম্পন্ন হবে। কিন্তু তার আগেই সংস্কারের কাজ হয়ে যাবে বলে জানিয়েছেন রাজ্যের পূর্তমন্ত্রী পুলক রায়। তাঁর ঘোষণা, বড়দিনের আগেই খুলে দেওয়া হবে সাঁতরাগাছি সেতু।
পূর্তমন্ত্রী পুলক রায় বলেছেন, 'সাঁতরাগাছি ব্রিজের সংস্কার চলছিল। এ জন্য হেভি ভেহিক্যাল বন্ধ ছিল। সিঙ্গল ওয়ে করে যান চলছে। এতে মানুষের অসুবিধা হচ্ছে। আমাদের এই সেতু সংস্কারের কাজ শেষ করার কথা ছিল দেড় মাসের মধ্যে। তবে মাননীয়া মুখ্যমন্ত্রীর নির্দেশে মানুষের অসুবিধা করা যাবে না। তাই মানুষের সুবিধায় বড়দিনের আগেই সাঁতরাগাছি ব্রিজ খুলে দিচ্ছি।'
তবে, কবে থেকে সাঁতরাগাছি সেতু দিয়ে আগের চেহারায় যান চলাচল করবে তা স্পষ্ট করে বলেননি পূর্তমন্ত্রী।