Advertisment

'ছোট ভাই' নওশাদ'কে ভাঙড়ে তৃণমূলের বিজয় উৎসবে আমন্ত্রণ 'দাদা' শওকতের! পাল্টা কী বললেন বিধায়ক?

কী হবে নওশাদের নিরাপত্তার?

author-image
IE Bangla Web Desk
New Update
saokat molla invite nawsad siddique to tmcs victory celebration in bhangar , 'ছোট ভাই' নওশাদ'কে ভাঙড়ে তৃণমূলের বিজয় উৎসবে আমন্ত্রণ 'দাদা' শওকতের! পাল্টা কী বললেন বিধায়ক?

নওশাদ সিদ্দিকি , শওকত মোল্লা

চ্যালেঞ্চের মুখে পড়লেও প়্চায়েত ভোটে ভাঙড়ে সার্বিকভাবে জয় পেয়েছে তৃণমূল। তাই ওই এলাকায় আগামী ১৩ই আগস্ট বিজয় উৎসব পালন করবে জোড়-ফুল শিবির। আর তাতেই ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকিকে আমন্ত্রণ জানালেন ভাঙড়ের তৃণমূলর দায়িত্বপ্রাপ্ত নেতা শওকত মোল্লা। বৃহস্পতিবার বিধানসভায় দাঁড়িয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই 'ছোট ভাই' নওশাদকে এই আমন্ত্রণ জানিয়েছেন ক্যানিং পূর্বের বিধায়ক। জানিয়েছেন যে, তিনি নিজে চিঠি দিয়েও ভাঙড়ে তৃণমূলের বিজয় উৎসবে বিধায়ক নওশাদকে আমন্ত্রণ করবেন। এছাড়াও শওকত মোল্লা জানিয়েছেন যে, ওই উৎসবে নওশাদ সিদ্দিকির নিরাপত্তার সব দায়িত্ব তাঁর।

Advertisment

কী বলেছেন শওকত মোল্লা?

বিধানসভা চত্বরে দাঁড়িয়ে এদিন শওকত মোল্লা বলেন, '২০২১ সালে ভাঙড়ে আমরা পরাজিত হয়েছিলাম। তবে পঞ্চায়েত ভোটে ভাঙড়ে আমরা অভূতপূর্ব ফলাফল করেছি। এই কারণে আগামী ১৩ তারিখ রবিবার শোনপুর সবজি মার্কেটের বড় মাঠে বিজয় উৎসব হবে। ওখানকার যিনি বিধায়ক আছেন, তাঁকে আমি ছোট ভাই বলি। আপনাদের মাধ্যমে তাঁকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রয়োজনে ওখানকার তৃণমূল পর্যবেক্ষক হিসাবে আমি নিজে তাঁকে একটি চিঠি দেব। তাঁকে বিজয় উৎসবে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাবো।'

পঞ্চায়েত ভোটে ভাঙড়ে চরম উত্তেজনা ছড়িয়েছিল। বোমাবাজি হয়েছে, গুলি চলেছে। প্রাণহানির ঘটনাও ঘটেছে। এমনকী ভোটপরবর্তী সময়ও অসান্ত হয়েছে ভাঙড়। জারি করতে হয়েছিল ১৪৪ ধারা। এই অবস্থার জন্য একে অপরকে দুষেছিল তৃণমূল ও আইএসএফ। দিন কয়েক আগে পর্যন্ত ভাঙড়ে ঢুকতে পারেননি বিধায়ক নওশাদ সিদ্দিকি। অন্যদিকে তৃণমূলের শওকত, আরাবুলরা আইএসএফের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ তুলেছিলেন।

এসবের পরেও কী বিধায়ক নওশদ সিদ্দিকি তৃণমূলের অনুষ্ঠানে যেতে নিরাপদ বোধ করবেন? শওকত মোল্লার জবাব, 'আমি নিজে দায়িত্ব নিচ্ছি। তিনি যদি যান, তাহলে আমি নিজে সেখানে ওনাকে সঙ্গে করে নিয়ে যাবো। তাঁর সব নিরাপত্তার দায়িত্ব আমার।'

এরপরই নওশাদ সিদ্দিকিকে কিছুটা চ্যালেঞ্জ ছুড়ে শওকত মোল্লা বলেছেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শিখিয়েছেন, কারোর বিরুদ্ধে রাগ থাকলেও তা পিছনে সরিয়ে গভীর ও আন্তরিকভাবে তাঁদের সঙ্গে মেশো। আগামী দিনে শান্তিরক্ষার স্বার্থে বলব তিনি ঘুরিয়ে ফিরেয়ে শান্তির কথা বলেন, তাঁর যদি সৎ সাহস ও মানসিকতা থাকে তাহলে আপনি ওই বিজয় উৎসবে আসুন। আমি আন্তরিকভাবে বলছি ওনার সব দায়িত্ব আমার।'

শওকতের আমন্ত্রণ কী রক্ষা করবেন নওশাদ? বৃহস্পতিবার বিধানসভা নওশাদ সিদ্দিকি বলেন, 'শওকত মোল্লা সাহেব আমার বড় ভাইয়ের মতো। তাঁর যে সৌজন্যের রাজনীতি করার শুভবুদ্ধির উদয় হয়েছে, এটা দেখে আমি আনন্দিত। তবে ওই বিজয়োৎসবে আমি যেতে পারব না। কারণ, ভাঙড়ের মানুষের অধিকার হরণ করা হয়েছে পঞ্চায়েত ভোটে। ওই ফলাফলে মানুষের প্রকৃত রায়ের প্রতিফলন হয়নি। তাই আমি সেখানে যাব না।'

পাল্টা প্রশ্ন তুলে নওশাদের কাছে ভাঙড়ের বিধায়কের আবদার যে, 'মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বিরোধী বিধায়কদের প্রশাসনিক বৈঠকে ডাকেন? শওকত সাহেব সেই বন্দোবস্ত করতে পারলে আমরা আমাদের অভাব-অভিযোগের কথা জানাতে পারি।'

Bhangar ISF saokat molla tmc naushad siddiqui
Advertisment