Advertisment

সারদা তদন্তে আজ ফের অর্ণব ঘোষকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

বৃহস্পতিবার সকাল ১০টার পর সিজিও কমপ্লেক্সে আসেন এসএস সিআইডি অর্ণব ঘোষ। সিবিআই দফতরে আনা হয়েছে দুই ট্রাঙ্ক ভর্তি নথি।গতকাল ৯ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় অর্ণবকে।

author-image
IE Bangla Web Desk
New Update
arnab ghosh, অর্ণব ঘোষ

আইপিএস অর্ণব ঘোষ। ছবি: ফেসবুক।

সারদাকাণ্ডের তদন্তে আজ ফের সিবিআই জিজ্ঞাসাবাদের মুখোমুখি আইপিএস অর্ণব ঘোষ। এদিন সকাল ১০টার পর সিজিও কমপ্লেক্সে আসেন এসএস সিআইডি অর্ণব ঘোষ। সিবিআই দফতরে আনা হয়েছে দুই ট্রাঙ্ক ভর্তি নথি। উল্লেখ্য, বুধবার অর্ণব ঘোষকে প্রায় ৯ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। সিবিআই সূত্রে খবর, অর্ণব ঘোষকে জিজ্ঞাসাবাদ করে গুরুত্বপূর্ণ নথি সামনে আসতে পারে। পাশাপাশি প্রভাবশালী যোগ সম্পর্কে অনেক তথ্য উঠে আসতে পারে।

Advertisment

উল্লেখ্য, সারদা তদন্তে যে সিট গঠন করা হয়েছিল, তাতে দু’নম্বর তদন্তকারী আধিকারিক হিসেবে ছিলেন অর্ণব ঘোষ। রাজীব কুমারের পরই সিটের শীর্ষ আধিকারিক ছিলেন অর্ণব। সেসময় বিধাননগরের ডিসি ডিডি ছিলেন তিনি। এর আগে একাধিক জেলার পুলিশ সুপার পদেও কর্মরত ছিলেন অর্ণব। সম্প্রতি তাঁকে এসএস সিআইডি পদে নিযুক্ত করা হয়েছে। অর্ণব ঘোষকে সিবিআইয়ের তলব তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

প্রসঙ্গত, এর আগেও বহুবার অর্ণব ঘোষকে সমন পাঠিয়েছিল সিবিআই। জিজ্ঞাসাবাদ এড়াতে সিবিআইয়ের সমনের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অর্ণব। হাইকোর্টের নির্দেশে অর্ণবকে সমন পাঠানোর ব্যাপারে স্থগিতাদেশ দেওয়া হয়। তবে সেই স্থগিতাদেশের মেয়াদ শেষ হয়ে গিয়েছে বলে খবর। সুতরাং এখন অর্ণবকে সমন পাঠানোর ক্ষেত্রে কোনও বাধা নেই সিবিআইয়ের।

আরও পড়ুন: সারদাকাণ্ডের প্রথম তদন্তকারী আধিকারিককে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ

অন্যদিকে, মঙ্গলবার সারদাকাণ্ডের প্রথম তদন্তকারী আধিকারিক প্রভাকর নাথকে সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদ করেন সিবিআই আধিকারিকরা। উল্লেখ্য, সারদাকাণ্ডের তদন্তে এর আগেও একাধিক বার তলব করা হয়েছিল প্রভাকরকে। কিন্তু বহুবার তলব সত্ত্বেও তিনি হাজিরা দেননি। আগে ইলেক্ট্রনিক্স কমপ্লেক্স থানায় কর্মরত ছিলেন প্রভাকর। সিবিআই সূত্রে জানা গিয়েছে, প্রভাকরকে ফের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে।

এদিকে, এখনও রাজীব কুমারের নাগাল পায়নি সিবিআই। উল্লেখ্য, সোমবারই রাজীব কুমারকে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছিল। কিন্তু গতকাল সিজিওতে হাজিরা দেননি রাজীব। পরে সিআইডির তরফে সিবিআইকে জানানো হয়, রাজীব কুমার ৬ দিনের ছুটিতে বারাণসীতে রয়েছেন।

kolkata news cbi West Bengal
Advertisment