Advertisment

Saraswati Puja 2025: বাগদেবীর বন্দনায় মাতোয়ারা বঙ্গবাসী! কোন সময়ে দেবী সরস্বতীর আরাধনায় হাতে নাতে মিলবে ফল?

Basant panchami 2025: বসন্ত পঞ্চমী মানেই হলুদ শাড়ি, পাঞ্জাবি, কুর্তা-পায়জামায় সেজে ওঠার দিন। পঞ্জিকা অনুযায়ী, বসন্ত পঞ্চমী তিথি ২ ফেব্রুয়ারি সকাল ১১.৪৫ মিনিটে আরম্ভ হবে।

author-image
IE Bangla Web Desk
New Update
saraswati puja 2025

বসন্ত পঞ্চমী মানেই হলুদ শাড়ি, পাঞ্জাবি, কুর্তা-পায়জামায় সেজে ওঠার দিন। Photograph: (ফাইল ছবি)

Basant panchami 2025: বিদ্যা, সঙ্গীত ও শিল্পের দেবী মা সরস্বতীর পুজো মানেই বাঙালিদের কাছে ভালবাসার দিন। সরস্বতী পুজোকে বাঙালির প্রেমদিবস, বাঙালির ভ্যালেন্টাইন্স ডে-ও বলা হয়। প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে দেবী সরস্বতীর পুজো হয়। তবে সারা দেশেও এই দিনটি নানা ভাবে পালিত হয়। সর্বত্র সরস্বতী পুজোর রেওয়াজ না থাকলে বসন্ত পঞ্চমী পালনের রীতি রয়েছে নানা জায়গায়। 

Advertisment

বসন্ত পঞ্চমী মানেই হলুদ শাড়ি, পাঞ্জাবি, কুর্তা-পায়জামায় সেজে ওঠার দিন। পঞ্জিকা অনুযায়ী, বসন্ত পঞ্চমী তিথি ২ ফেব্রুয়ারি সকাল ১১.৪৫ মিনিটে আরম্ভ হবে। পরের দিন অর্থাৎ ৩ ফেব্রুয়ারি সকাল ৯.৩৬ মিনিটে শেষ হবে। এই কারণে, বসন্ত পঞ্চমী এবছর ২ ফেব্রুয়ারি উদযাপিত হবে। মাঘ মাসের প্রধান উৎসব হল বসন্ত পঞ্চমীর উৎসব। আজ ২রা ফেব্রুয়ারি সরস্বতী পুজো। আজকের  এই দিনে বিদ্যা-বুদ্ধির দেবী মা সরস্বতীর জন্ম হয়েছিল। মা সরস্বতীর রূপ খুবই অনন্য। দেবী সরস্বতীর হাতে একটি বই, বীণা এবং একটি জপমালা রয়েছে এবং তিনি একটি শ্বেতপদ্মের উপর উপবিষ্ট।

এবছর বসন্ত পঞ্চমী তিথি ২ ফেব্রুয়ারি সকাল ১১.৪৫ মিনিটে আরম্ভ হবে। পরের দিন অর্থাৎ ৩ ফেব্রুয়ারি সকাল ৯.৩৬ মিনিটে শেষ হবে। উদয়া তিথির হিসাবে বসন্ত পঞ্চমী উৎসব ২ ফেব্রুয়ারি, ২০২৫ উদযাপন করা হবে। জেনে নিন সরস্বতী পুজোর তিথি এবং শুভমুহূর্ত। 

পঞ্জিকা অনুযায়ী, বসন্ত পঞ্চমী তিথি ২ ফেব্রুয়ারি সকাল ১১.৪৫ মিনিটে আরম্ভ হবে। পরের দিন অর্থাৎ ৩ ফেব্রুয়ারি সকাল ৯.৩৬ মিনিটে শেষ হবে। এই কারণে, বসন্ত পঞ্চমী এবছর ২ ফেব্রুয়ারি উদযাপিত হবে। সরস্বতী পূজার শুভ মুহূর্ত বেলা ১২.৫৪ মিনিটে।
সরস্বতী পূজার শুভ সময় হবে ৫ ঘণ্টা ২৬ মিনিট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার বসন্ত পঞ্চমী এবং সরস্বতী পুজো উপলক্ষে জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন।

Advertisment

সরস্বতী পুজোর বিধি
এদিন দেবী মূর্তিকে বাসন্তী রঙের পরিষ্কার কাপড়ের উপর স্থাপন করুন।
মা সরস্বতীকে হলুদ, হলুদ রঙের মিষ্টি এবং হলুদ ফল নিবেদন করুন।
এদিন বিদ্যা এবং জ্ঞানের জিনিস যেমন বই-খাতা, কলম-পেন্সিলের আরাধনা করতে হয়।
এদিন বাসন্তী পোলাওয়ের ভোগ নিবেদন করুন মা সরস্বতীকে।

সরস্বতী পুজো উপলক্ষ্যে স্কুল-কলেজে-বাড়িতে বাড়িতে পুজোর আয়োজনে সামিল পড়ুয়ারা। পুজোর আগেই অগ্নিমূল্য বাজার। ফল, ফুল  কিনতে কার্যত হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে। 

স্কুল, কলেজ থেকে বাঙালির ঘরে ঘরে বাগদেবীর আরাধনায় মেতে ওঠেন সকলে। সরস্বতী পুজোর দিনে বাড়ির অন্দরসজ্জার দিকে বিশেষ নজর দেন সকলেই। পুজোর মণ্ডপ থেকে শুরু করে গোটা বাড়ি কী ভাবে ঘর সাজাবেন সরস্বতী পুজোয়? জেনে নিন সহজ কিছু টিপস! 

প্রথমেই যেটা মাথায় রেখা জরুরি পুজোর জায়গাটি আকর্ষণীয় করে তুলুন। থার্মোকল মণ্ডপ সজ্জা করতে পারেন। থার্মোকল কেটে হাঁস, ফুল, কল্কা এবং বিভিন্ন নকশা তৈরি করুন। এ ছাড়া, রঙবেরঙের কাগজ দিয়েও বিভিন্ন ডিজাইন করতে পারেন পুজোর স্থানে। এর মধ্যে হলুদের ছোঁয়া দিতে ভুলবেন না। হলুদ ও সাদার অনবদ্য কম্বিনেশনে সাজিয়ে তুলুন পুজোর জায়গাটিকে। 

পুজো মানেই আল্পনা! কাজেই সরস্বতী পুজোর বিশেষ এই দিনে আল্পনা যেন আকর্ষণীয় ও নজরকাড়া হয় সেদিকে খেয়াল রাখাটা দরকার। বাড়ির সদর দরজা থেকে পুজোর জায়গা পর্যন্ত নানা রকম ডিজাইনে আল্পনা দিন। আসনের পাশে বই, খাতা, বাদ্যযন্ত্রগুলি সুন্দর করে সাজিয়ে রাখুন। 

রঙবেরঙের আলো দিয়ে মুড়ে ফেলুন গোটা বাড়ি। টুনি বাল্‌ব, নানা রকমের এলইডি লাইট দিয়ে সাজিয়ে ফেলুন মণ্ডপ থেকে বাড়ি। সম্ভব হলে সাদা ও হলুদ আলো দিয়ে সাজিয়ে ফেলুন পুজোর স্থান। 

জলচৌকিতে মূর্তি বসানোর আগে সুন্দর হলুদ আসন বা কাপড় পেতে নিন। এর সামনে সাদা কাপড় দিয়ে কুচি করে করে চৌকির চারপাশটা মুড়ে দিন। সিল্কের কাপড় দিয়ে ব্যাকগ্রাউন্ডটাও সাজাতে পারেন।

তাজা ফুলের মালা বিশেষ করে হলুদ গাঁদা, সূর্যমুখী, গোলাপ ও জুঁই ফুল ব্যবহার করুন। মা সরস্বতীর মূর্তি বা ছবির কাছে বা পিছনে হলুদ গাঁদা দিয়ে সুন্দর ভাবে সাজিয়ে তুলুন। পাশাপাশি হলুদ এবং সাদা রঙের প্রদীপ ব্যবহার করুন। মাটির প্রদীপ দিয়ে গোটা বাড়ি সাজিয়ে তুলতে পারেন। 

বসন্ত পঞ্চমী উপলক্ষে রঙ্গোলি তৈরি করতে পারেন।  সদর দরজার কাছে এবং পূজার ঘরে। হলুদ, সাদা এবং উজ্জ্বল সবুজ রং দিয়ে নকশা প্রস্তুত করুন। মণ্ডপের সামনে ফুল দিয়ে আলপনা সাজাতে পারেন। শুধুমাত্র ফুলের ব্যবহারে সাজিয়ে তুলতে পারেন মণ্ডপ।

Saraswati Puja
Advertisment