সরস্বতী পুজোর সকালে মেঘমুক্ত তিলোত্তমার আকাশ। গত কয়েকদিন ধরে আশা-আশঙ্কায় ছিল বাঙালি। শুক্রবারও ব্যাপক বৃষ্টি হয়েছে কলকাতা-সহ লাগোয়া জেলাগুলিতে। ভরা মাঘে অকাল বর্ষণে ভিজেছে দক্ষিণবঙ্গ। উত্তরবঙ্গেও বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। কিন্তু আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, শনিবার সরস্বতী পুজোর দিন থেকে আবহাওয়ার উন্নতি হবে।
গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মেঘমুক্ত আকাশ থাকবে। বাগদেবীর আরাধনার দিনে শীতের আমেজও মিলবে ভরপুর। তবে নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূমের কিছু জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গে মোটের উপর আবহাওয়া শুষ্কই থাকবে। তবে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, দার্জিলিং, কালিম্পং এবং ডুয়ার্সে হাল্কা থেকে থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মালদহ এবং দুই দিনাজপুরও ভিজতে পারে।
কিন্তু বাঙালিকে নিরাশ করবে আবহাওয়া দফতরের পর্যবেক্ষণ। তাদের মতে, এই পর্বে শীতের বিদায়বেলা ঘনিয়ে এসেছে। বৃষ্টি কমলেও জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা কম। তবে গরম ততটা এখনই পড়বে না। বরং সরস্বতী পুজোয় হাল্কা শীতের অনুভূতি থাকবে। কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে রাতে পারদ পতন হবে। সরস্বতী পুজোর পর থেকে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা।
আরও পড়ুন সদয় বরুণদেব, বাঙালির ভ্যালেন্টাইন ডে-তে বাদ সাধবে না বৃষ্টি
আগামী ৩ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে দক্ষিণবঙ্গে সরস্বতী পুজোর দিন মনোরম আবহাওয়া থাকলেও উত্তরবঙ্গে কিন্তু শনিবার বৃষ্টির সম্ভাবনা প্রবল। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও দুই দিনাজপুরে আগামিকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে।