New Update
/indian-express-bangla/media/media_files/2025/02/02/XQqNm7iczmYlh2XzXdgV.jpg)
সরস্বতী পুজোয় ভাসবে বাংলা? শেষ বেলায় শীতের কামড়? কুয়াশার দাপটে জেরবার উড়ান পরিষেবা Photograph: (ফাইল ছবি)
সরস্বতী পুজোয় ভাসবে বাংলা? শেষ বেলায় শীতের কামড়? কুয়াশার দাপটে জেরবার উড়ান পরিষেবা Photograph: (ফাইল ছবি)
Saraswati Puja Weather Update: কুয়াশার চাদরে ঢাকা পড়েছে কলকাতা বিমানবন্দর। রবিবার সকাল থেকেই ঘন কুয়াশার দাপট। যার জেরে কলকাতা বিমান বন্দর থেকে দেরিতে ছাড়তে হয় ১০টি বিমানকে। বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা বিমানবন্দরে দৃশ্যমানতা তলানিতে ঠেকায় ২ ঘণ্টারও বেশি বন্ধ ছিল বিমান চলাচল। ভোর ৫টা ৪০ নাগাদ বিমান ওঠানামা বন্ধ হয়ে যায়। ফের সকাল ৮টার পর শুরু হয় বিমান চলাচল।
দীর্ঘ ২ দশক পর উষ্ণ ফেব্রুয়ারি। হঠাৎ গরমে নাভিশ্বাস উঠেছে আম-আদমির। কেমন থাকবে সরস্বতী পুজোর আবহাওয়া? আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে শুক্রবার স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি বেশি ছিল তাপমাত্রা। শনিবার দিনভর একই রমক ছিল পরিস্থিতি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রীতিমত গরমের জেরে নাজেহাল হতে হয় সাধারণ মানুষকে। রবিবার সরস্বতী পুজোর দিনে তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস উপরে থাকবে।
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে খানিকটা পারদ পতনের সম্ভাবনা থাকলেও বুধবার থেকে ফের পারদ চড়তে শুরু করবে। আপাতত বাংলা থেকে শীতের বিদায় কার্যত নিশ্চিত বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই আবহাওয়া শুষ্ক থাকবে। সোমবারও আবহাওয়ার বিশেষ কোন বদল হবে না। বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণ বঙ্গের কোন জেলায়। উত্তরবঙ্গের জেলাগুলিতেও মনোরম আবহাওয়া রয়েছে। তবে নতুন করে পারদ পতনের সম্ভাবনা কম। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর-দক্ষিণ দিনাজপুর জেলাতে ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে।
কলকাতার ওয়েদার আপডেট
শহর কলকাতাতেও শীতের আমেজ বেশ ফিকে। উইকেন্ডে ঠান্ডা গায়েব মহানগরীতে। আগামী দিন তিনেক তিলোত্তমা মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রাতেও বিশেষ হেরফের হবে না। রবিবার কলকাতা শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে।