Advertisment

মাটি উৎসবের আনন্দ, ষষ্ঠীর সন্ধ্যায় কলকাতায় বৃষ্টি, রাস্তায় জমল জল

সংলগ্ন জেলাগুলিতেই বৃষ্টি পড়ছে।

author-image
IE Bangla Web Desk
New Update
west bengal kolkata weather update 25 february 2023

আজ একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা।

করোনাতঙ্ক দূরে ঠেলে বছর দুই বাদে চুটিয়ে উথসবের আনন্দে বাঙালি। তবে দুর্গাপুজোর বোধনের দিনই সেই আনন্দে বাঁধ সাধলের বরুণদেব। পূর্বাভাস ছিলই, সেই মতই ষষ্ঠীর সন্ধ্যা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হয় কলকাতায়। সংলগ্ন জেলাগুলিতেই বৃষ্টি পড়ছে। হুগলি, দুই দক্ষিণ ২৪ পরগনা, হাওড়ার বেশ বিভিন্ন এলাকায় নামে বৃষ্টি।

Advertisment

সকাল থেকে শনিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে। কিন্তু সন্ধ্যা হতেই শুরু হল বৃষ্টি। ফলে পণ্ড দুর্গাপুজোর প্রথম দিনের সব প্ল্যান।বিপাকে পড়েছেন বহু দর্শনার্থী। তিলোত্তমার বিভিন্ন রাস্তায় জল জমেছে। তৈরি হয়েছে যানজটের।

মধ্য বঙ্গোপসাগরে ক্রমশই জোড়াল হচ্ছে ঘূর্ণাবর্ত। যা নিম্নচাপের আকার ধারণ করবে আগামী ২৪ ঘণ্টায়। তার আগেই ষষ্ঠীর দিন প্রবল বৃষ্টি পড়ছে। সপ্তমীর সন্ধ্যাতেও শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বভাস দিয়ে আলিপুর আবহাওয়া দফতর।

আগামী ২৪ ঘন্টায় বঙ্গোপসাগর দিয়ে জলীয় বাষ্প দক্ষিণবঙ্গে প্রবেশ করবে। যার প্রভাব পড়তে পারে উপকূলবর্তী জেলাগুলোয়। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় এর জেলে বৃষ্টি হতে পারে সপ্তমীতে। দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই সপ্তমীতে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

rain Rainfall in Bengal Rainfall in Kolkata durga puja 2022
Advertisment