Satabdi Roy Election Campaign 2024: 'টাকা না দিলে ভোট দেব না'। প্রচারে বেরিয়ে মহিলাদের কাছে এমনই কথা শুনতে হল বীরভূম লোকসভার তৃণমূল প্রার্থী শতাব্দী রায়কে। সেই সঙ্গে গ্রামের বাসিন্দারা না পাওয়ার ক্ষোভ উগরে দেন প্রাক্তন সাংসদকে কাছে পেয়ে। শনিবার বীরভূমের মহম্মদবাজার ব্লকের বিভিন্ন অঞ্চলে প্রচার চালান তৃণমূলের শতাব্দী রায়।
লাউতোর গ্রামে তিনবারের প্রাক্তন সাংসদকে কাছে পেয়ে না পাওয়ার ক্ষোভ উগড়ে দেন গ্রামবাসীরা। এরই মধ্যে কয়েকজন মহিলা শতাব্দীকে বলেন, 'টাকা না দিলে ভোট দেব না।'
আরও পড়ুন- TMC VS BJP: বালুরঘাটে দাঁড়িয়ে সুকান্তকে ‘কুলাঙ্গার’ তোপ মমতার, পাল্টা চ্যালেঞ্জ পদ্ম-সাংসদের
গ্রামের বাসিন্দা কনেজা বিবি বলেন, 'ভোট দিতে হলে টাকা দিতে হবে। নেতারা ভোটে জিতে নিজেদের পকেট ভরছে। আমরা কিছু পাচ্ছি না। ঘর পায়নি। কোন সাহায্য পায়নি। গ্রামের তেমন কোনও উন্নয়ন হয়নি। তাই এবার ভোট নিতে গেলে টাকা দিতে হবে।'
তিনবারের সাংসদ শতাব্দী রায় বলেন 'উনি কত বড় ভোটার জানি না। উনি ভারতের কত গণতন্ত্রের বোঝেন জানি না। এই প্রশ্নের উত্তর আমি দেব না। তবে যারা না পাওয়ার অভিযোগ করছেন সেটা পঞ্চায়েতের কাছে জানতে চাইব।'