Advertisment

Premium: কাঁটা বিছনো পথ পেরিয়ে অভাবনীয় সাফল্য! বঙ্গতনয়ের 'ভারতশ্রেষ্ঠ' হওয়ার এগল্প প্রেরণা দেবেই!

Success Story: বাংলার প্রত্যন্ত গ্রামাঞ্চলের এই যুবক এক বিরল নজির গড়েছেন। তাঁর এই সাফল্যে তাঁর পরিবারের লোকজন তো বটেই এলাকার বাসিন্দারাও বেশ খুশি। অভাবী সংসারের এই সন্তান ছোট থেকেই নানা প্রতিকূলতাকে সঙ্গী করে বেড়ে উঠেছেন। তবে তাঁর ইচ্ছাকে বরাবরই সম্মান জানিয়েছে তাঁর বাড়ির লোকজন। পরিবারের সদস্যদের অকুণ্ঠ সমর্থন পেয়েই জীবনযুদ্ধে এগিয়ে চলেছেন এই যুবক।

IE Bangla Web Desk এবং Nilotpal Sil
New Update
sayan Midda gets entry in India Book of Records 2024 for drawing portrait of woman with blade, বেল্ড দিয়ে নারীর ছবি এঁকে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলেছেন সায়ন মিদ্যা

Success Story: মা ও পিসির সঙ্গে সায়ন মিদ্যা।

Success Story: সত্যিই এমন প্রতিভা বেশ বিরল! এক কথায় এ যেন এক অসাধ্য সাধন করেছেন বাঙালি এই যুবক। গ্রামের ছেলের এমন অভাবনীয় দক্ষতাকে কুর্ণিশ জানিয়েছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস কর্তৃপক্ষ। তাঁদের বিচারে শ্রেষ্ঠত্বের তালিকায় নাম উঠেছে এই বঙ্গতনয়ের। তাঁর এই কীর্তিতে তাঁর পরিবারের লোকজন তো বটেই উচ্ছ্বাসের স্রোতে ভাসছেন তাঁর গ্রামের মানুষজনও।

Advertisment

দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানার নারায়ণপুরের বাসিন্দা সায়ন মিদ্যা। ছোট থেকেই আঁকার প্রতি বেশ ঝোঁক ছিল এই যুবকের। অভাবী সংসারের ছেলে সায়ন অনটনকে সঙ্গী করেই বেড়ে উঠেছেন। গ্রামের স্কুল থেকেই তাঁর লেখাপড়া শুরু। তবে লেখাপড়ার পাশাপাশি ছোট থেকেই আঁকার প্রতি তার আগ্রহ ছিল দারুণ। সে আগ্রহকে পুঁজি করেই এবার ভারতশ্রেষ্ঠত্বের তালিকায় নিজের নাম তুলে নিয়েছেন সায়ন।

৭০ টি ব্লেড দিয়ে একটি মেয়ের ছবি তৈরি করেছেন সায়ন। তাঁর এই বিরলতম কীর্তি এখন বেশ চর্চায়। তার এই কীর্তিকে কুর্নিশ টা নিয়েছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস কর্তৃপক্ষ। শংসাপত্র এবং বিশেষ পুরস্কার পৌঁছে গিয়েছে সায়নের বাড়িতে। যাতে আপ্লুত এই অভাবী পরিবার।

publive-image
সায়নের ঝুলিতে থাকা বেশ কিছু পুরস্কার। ডানদিকে, সদ্য পাওয়া ইন্ডিয়া বুক অফ রেকর্ডস ২০২৪-এর স্বীকৃতি।

আরও পড়ুন- Barasat Mob Lynching: ‘আগে যাচাই করো, তারপর মারো’, ছেলেধরা গুজবে গণপিটুনি থেকে বাঁচতে কাতর আর্তি মহিলার!

সায়ন এখন এলাকার ছোট ছোট ছেলেমেয়েদের আঁকা শেখান। অভাবনীয় এই কৃতিত্ব মুঠোয় পুরে সায়ন বলেন, "আমি নতুন কিছু করতে চেয়েছিলাম। সেই ভাবনা থেকে এই কাজের শুরু। ব্লেড দিয়ে একজন নারীর ছবি তৈরি করেছি। ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা করেছি। আঁকা নিয়েই জীবনে আরও এগিয়ে যেতে চাই।" এদিকে বাড়ির ছেলের এই কীর্তিতে স্বভাবতই যারপরনাই খুশি তাঁর পরিবারের সদস্যরা। এলাকার বাসিন্দারাও সায়নের এই কীর্তিতে বেশ খুশি।

আরও পড়ুন- Premium: দুরন্ত গতিতে চলছে রথ তৈরির কাজ, দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন কবে? 

india book of records sayan midda portrait West Bengal
Advertisment