ইডির তলবে আজ হাজিরা দিয়েছেন যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষ। শুক্রবার নির্ধারিত সময়ের আগেই সল্টলেকের সিজিও কমপ্লেক্সের দফতরে হাজিরা দেন তিনি। ইডি দফতরে ঢোকার মুখে এদিন সাংবাদিকরা ঘিরে ধরেছিলেন সায়নীকে। একের পর এক প্রশ্ন ধেয়ে আসে তাঁর দিকে। নিয়োগ দুর্নীতির এই তদন্তে ইডিকে সব ধরনের সহযোগিতার বার্তা দিয়েছেন যুব তৃণমূলের সভানেত্রী। কুন্তল ঘোষকে তিনি চেনেন কিনা এদিন সেই প্রশ্নও করা হয়েছিল সায়নীকে। তবে সেই প্রশ্নের উত্তর এদিন এড়িয়ে গিয়েছেন তিনি।
সূত্রের খবর, নিয়োগ দুর্নীতির মামলায় ধৃত কুন্তল ঘোষের মোবাইল চ্যাট ঘেঁটে সায়নী ঘোষের নাম পায় ইডি। যুব তৃণমূলের এই নেত্রীর ব্যাপারে তাই বিশদে জানতে চেয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই কারণেই তাঁর ব্যাঙ্ক ডিটেলস, সম্পত্তির খতিয়ান-সহ তাঁকে সিজিও কমপ্লেক্সের দফতরে ডেকে পাঠিয়েছিল কেন্দ্রীয় সংস্থা। এদিন, নির্ধারিত সময়ের আগেই ইডির দফতরে হাজির হন সায়নী।
আরও পড়ুন- তদন্তে সহযোগিতা করবেন? ED দফতরে ঢোকার মুখে প্রশ্নে সটান উত্তর সায়নীর
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সায়নী এদিন বলেন, ‘দলের প্রচারে ছিলাম। আমাকে ৪৮ ঘণ্টার নোটিশে তলব করা হয়েছে। সশরীরে উপস্থিত হয়েছি। রাজনৈতিক প্রতিহিংসাবশত এই তলব। তদন্তে ১০০ শতাংশ সহযোগিতা করব।’ কুন্তল ঘোষকে চেনেন? সাংবাদিকদের এই প্রশ্নের সরাসরি কোনও জবাব এদিন দেননি তৃণমূলনেত্রী। এই প্রশ্নের পরেই দ্রুত ইডির দফতরে ঢুকে যান সায়নী।