Advertisment

Sayani Ghosh: ভোটে হারলেই সায়নী BJP-তে? সৃজনের দাবির পাল্টা চাঞ্চল্যকর উত্তর যাদবপুরের TMC প্রার্থীর

Srijan Bhattacharyaa-Sayani Ghosh: যাদবপুর কেন্দ্রে এবার তৃণমূলের বাজি সায়নী ঘোষ। প্রার্থী হওয়ার পর থেকেই গোটা যাদবপুর লোকসভা কেন্দ্র চষে ফেলছেন সায়নী। গতবারের জেতা সিট ধরে রাখার ব্যাপারে ভীষণ রকমের প্রত্যয়ী তৃণমূলের এই ডাকাবুকো যুবনেত্রী। উল্টোদিকে, যাদবপুর কেন্দ্রে এবার বামেদের বাজি তরুণ মুখ সৃজন ভট্টাচার্য।

author-image
IE Bangla Web Desk
New Update
Lokshabha Elections 2024 Jadavpur Lok Sabha constituency Srijan Bhattacharya Sayani Ghosh

Lok Sabha Election 2024: সায়নী ঘোষ এবং সৃজন ভট্টাচার্য।

Lok Sabha Election 2024: জমে উঠেছে যাদবপুরের লড়াই। বলা ভালো সৃজন বনাম সায়নী বাগযুদ্ধ শহর কলকাতা ঘেঁষা এই লোকসভা কেন্দ্রে বাড়তি মাত্রা যোগ করেছে। সম্প্রতি যাদবপুরের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য (Srijan Bhattacharyya) দাবি করেছিলেন, সায়নী ঘোষও যে কোনও দিন BJP-তে চলে যেতে পারেন। এবার যাদবপুরের CPIM প্রার্থী সৃজনকে পাল্টা জবাব তৃণমূলের সায়নী ঘোষেরও (Sayani Ghosh)।

Advertisment

সৃজনের উদ্দেশ্যে কী বললেন সায়নী?

"যত দিন যাচ্ছে সৃজন বোধ হয় বুঝতে পারছেন তাঁর দলের গ্রহণযোগ্যতা যাদবপুর তথা বাংলার মানুষের কাছে অত্যন্ত কমছে। কিছু কথা বলে তাঁকেও খবরে থাকতে হচ্ছে। এটা সৃজন ও তাঁর দলের দায়বদ্ধতা। আমি সৃজনকে বলব, আমার ব্যাপারে কিছু খারাপ কথা বলে আপনারা যদি মনে করেন চারটে অতিরিক্ত ভোট পাবেন তবে আপনারা সেটা পারবেন না। একুশেও এরা এই চেষ্টাই করেছিল, মুখ থুবড়ে পড়েছে। সিপিএম-এর জন্য একটা কথা বলব, আগে বিধানসভায় আসুন। দিল্লি বহত দূর হ্যায়।"

আরও পড়ুন- Lok Sabha Election 2024: ভোটে হারলেই সায়নী BJP-তে? বিস্ফোরক দাবি যাদবপুরের বাম প্রার্থী সৃজনের!

সম্প্রতি সায়নী ঘোষ প্রসঙ্গে কী বলেছিলেন সৃজন ভট্টাচার্য?

"রাজীব, মুকুল, সব্যসাচী, বাবুল সুপ্রিয় যারা যারা এক সময়ে BJP-কে 'কহো না প্যার হ্যায়' বলেছিলেন তাঁরা তৃণমূলকে 'হাম-তুম' বলেন এখন। তাঁরা দু'দিন পরে আবার বিজেপির খোপে ঢুকে যাবেন না এর কোনও গ্যারান্টি নেই। সায়নী ঘোষ-সহ তৃণমূলের যাঁরা আছেন তাঁরা যে কেউ যে কোনওদিন বিজেপিতে ঢুকে যেতে পারেন। বিজেপিতে যাঁরা আছেন তাঁরাও যে কেউ যে কোনও দিন তৃণমূলে ঢুকে যেতে পারেন।"

আরও পড়ুন- Locket Chatterjee: লকেটের মুখে মমতার প্রশংসা! তৃণমূলনেত্রীকে ঠিক কী কারণে ‘এত পছন্দ’ লকেটের?

srijan bhattacharya CPIM tmc bjp loksabha election 2024 Sayani Ghosh Jadavpur University
Advertisment