শিক্ষা ক্ষেত্রে নিয়োগ দুর্নীতি মামলায় গত শুক্রবার ইডি দফতরে প্রায় ১১ ঘন্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন সায়নী ঘোষ। তারপরই পঞ্চায়েত ভোটে তৃণমূলের তারকা প্রচারকের তালিকা থেকে বাদ পড়েছিলেন দলের যুব সংগঠনের সভানেত্রী। যা নিয়ে তুমুল চর্চা চলে। কিন্তু, সায়নী দাবি করেছিলেন যে, দল তাঁর সঙ্গে রয়েছে। তিনি প্রচারেও যাবেন। এরপর দিন ছয়েক পর মঙ্গলবার তৃণমূলের প্রচারকের তালিকায় নাম ছিল যুব তৃণমূলের সভানেত্রীর। কিন্তু, তৃণমূল সূত্রে খবর বেলা বাড়তেই সায়নী ঘোষ দলকে জানিয়ে দিয়েছেন যে তিনি এদিন প্রচারে যেতে পারবেন না!
আগামিকাল, বুধবার (৫ জুলাই ২০২৩) সায়নীকে ফের তলব করেছে ইডি। তার আগের দিন সায়নীর প্রচার থেকে সরে দাঁড়ানো নিয়ে জল্পনা তুঙ্গে। প্রশ্ন ফঠছে যে, তাহলে কী কেন্দ্রীয় এজেন্সির জিজ্ঞাসাবাদের আগে নিজেকে দলের কাজে প্রকাশ্যে জড়াতে রাজি নন যুব নেত্রী?
কেন হঠাৎ প্রচারে যাওয়া থেকে বেঁকে বসলেন সায়নী? জানা গিয়েছে, যুব তৃণমূল নেত্রীর মা অসুস্থ। সেই কারণেই এদিন পূর্ব বর্ধমানে প্রচারে যেতে চাননি সায়নী ঘোষ।
এখন দেখার, বুধবার কী সিজিও-তে ইডি দফতরে হাজিরা দেবেন যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষ?
গত শুক্রবার ১১ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর সায়নী ঘোষের দাবি ছিল, তদন্তে তিনি ১০০ শতাংশ সহযোগিতা করেছেন। কিন্তু ইডি সূত্রে জানা গিয়েছে যুব তৃণমূল নেত্রীর জবাবে সন্তুষ্ট নয় কেন্দ্রীয় গোয়েন্দারা। কেন্দ্রীয় এজেন্সির নজরে রয়েছে সায়নীর দুটি ফ্ল্যাট। বিপুল অঙ্কের ওই দুই ফ্ল্যাট কেনার অর্থের উৎস, ইএমআই-য়ের উৎস কী তা জানতে চায় ইডি। তাই ফের ৫ই জুলাই সায়নীকে তলব করেছে কেন্দ্রীয় এজেন্সি।
আরও পড়ুন- মামলা লড়ার টাকা নেই কেষ্ট-কন্যার, ৬ সপ্তাহের জামিনের আবেদন সুকন্যার