Advertisment

সায়নী যেন ঠিক 'দিদি', অনুপ্রেরণায় নীল-সাদা শাড়ি, পায়ে হাওয়াই চটি!

অবিকল যেন মমতা বন্দ্যোপাধ্যায়।

author-image
IE Bangla Web Desk
New Update
sayani ghosh dressed like mamata banerjee , সায়নী যেন ঠিক 'দিদি', অনুপ্রেরণায় নীল-সাদা শাড়ি, পায়ে হাওয়াই চটি!

মমতা বন্দ্যোপাধ্যায় ও সায়নী ঘোষ

কালীঘাটে চমক। তখন মুখ্যমন্ত্রীর বাড়িতে তৃণমূলের বৈঠকের প্রস্তুতি তুঙ্গে। একে একে আসছেন দলের শীর্ষ নেতা, সাংসদ, বিধায়করা। তার মাঝেই হঠাৎ একজন গাড়ি থেকে নামলেন। অবিকল মমতা বন্দ্যোপাধ্যায়ের সাজে! কে উনি? কৌতুহল তুঙ্গে। কয়েক সেকেন্ড পরই বোঝা গেল নীল-সাদা শাড়ি পড়ে এদিয়ে আসছেন যুব তৃণমূলের সভাপতি সায়নী ঘোষ। এখানেই শেষ নয়। একটু নজর ঘোরাতেই দেখা গেল সায়নীর পায়েও মুখ্যমন্ত্রীর মতই সাদা-নীল হাওয়াই চটি!

Advertisment

কেমন সেজেছিলেন সায়নী?

নীল-সাদা শাড়ি, নীল থ্রি কোয়ার্টার স্লিভ ব্লাউজ, পায়ে হাওয়াই চটি তো ছিলই। সঙ্গে ছিল সালগ্লাস। তবে চোখে নয়, সানগ্লাস ছিল সায়নীর মাথায়। তবে নিজের সাজ নিয়ে এদিন মুখ খোলেননি যুব তৃণমূলের সভাপতি।

তৃণমূলে নানাস্তরে বহু জনপ্রতিনিধি মহিলা। সকলেই দলনেত্রীর অনুপ্রেরণায় রাজনীতি করেন। কিন্তু সায়নীর কাছে এবার অণুপ্রেরণা ধরা দিল নয়া রূপে। শাড়ি পরলেও এতদিন মমতার মত সাজে জোড়-ফুলের কোনও জনপ্রতিনিধিকে দেখা যায়নি। এবার সেই নীল-সাদা শাড়ি, পায়ে হাওয়াই চটি পড়ে চমকে দিলেন সায়নী ঘোষ। বৈঠকে সায়নীকে দেখে এখন খোদ মমতার কী প্রতিক্রিয়া দেন তা নিয়েও কৌতুহল রয়েছে।

Mamata Banerjee Sayani Ghosh tmc
Advertisment