/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/02/soumitra-khan-sayani-ghosh.jpg)
সৌমিত্র খাঁয়ের আচরণে ফুঁসছেন সায়নী।
এবার বিষ্ণপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁকে আইনি নোটিশ পাঠালেন তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষ। তাঁর বিরুদ্ধে সৌমিত্র 'মানহানিকর' মন্তব্য করেছেন বলে অভিযোগ সায়নীর। সৌমিত্র খাঁ এব্যাপারে ক্ষমা না চাইলে আইনি পদক্ষেপেরও হুঁশিয়ারি দিয়েছেন সায়নী। নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ষোষের সঙ্গে সায়নী ঘোষের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। যদিও সেই ছবির সত্যতা যাচাই করেনি ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা। ওই ছবি নিয়েই কুন্তলের সঙ্গে সায়নী ঘোষের সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলেন সৌমিত্র।
Sharing legal notice issued to Saumitra Khan for his defamatory statements made in public domain on 3rd Feb 2023, demanding a public apology failing which I will exercise my legal right in the criminal & civil court of law. pic.twitter.com/AhrJmiYAoq
— Saayoni Ghosh (@sayani06) February 5, 2023
নিয়োগ দুর্নীতিতে ধৃত তৃণমূলের যুব নেতা কুন্তল ঘোষের সঙ্গে সায়নী ঘোষের কয়েকটি ছবি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে (যদিও সেই ছবির সত্যতা যাচাই করেনি ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা)। যা নিয়ে দিন কয়েক আগে বাঁকুড়ার বিষ্ণপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ বলেন, 'মহাদেবকে নিয়েও অশালীন মন্তব্য করেছিলেন তিনি। কুন্তলের সঙ্গে সায়নীর সম্পর্ক নিয়েও তদন্ত প্রয়োজন।'
আরও পড়ুন- তালিবানি বর্বরতা! বধূ-যুবকের উপর পাশবিক নির্যাতনের কথা জানলে শিউরে উঠবেন
বিজেপি নেতার এই মন্তব্যে যারপরনাই ক্ষুব্ধ সায়নী। অবিলম্বে সৌমিত্র খাঁ তাঁর মন্তব্যের জন্য ক্ষমা না চাইলে আইনি পদক্ষেপ করবেন বলে হঁশিয়ারি তৃণমূলনেত্রীর। ইতিমধ্যেই বিজেপি সাংসদকে আইনি নোটিশ পর্যন্ত পাঠিয়েছেন সায়নী ঘোষ। টুইটে সায়নী লিখেছেন, '২০২৩ সালের ৩ ফেব্রুয়ারি পাবলিক ডোমেনে করা সৌমিত্র খাঁকে তাঁর মানহানিকর বিবৃতির জন্য জারি করা আইনি নোটিশ শেয়ার করলাম। প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি করছি। উনি এটা না করলে আমি ফৌজদারি এবং দেওয়ানি আদালতে আমার আইনি অধিকার প্রয়োগ করব।'