ED-র অফিসে যাচ্ছেন না সায়নী, ক্ষোভ উগরে কারণ স্পষ্ট করলেন কুণাল

নিয়োগ দুর্নীতি মামলায় ফের তলব করা হয়েছিল যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষকে।

নিয়োগ দুর্নীতি মামলায় ফের তলব করা হয়েছিল যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষকে।

author-image
IE Bangla Web Desk
New Update
sayani ghosh summoned by ed in recruitment scam case updates

সায়নী ঘোষ।

নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে ফের একবার জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হলেও যাচ্ছেন না সায়নী ঘোষ। দলের প্রচারে তিনি পূর্ব বর্ধমানের গলসিতে যাচ্ছেন। বুধবার সকালে এমনই দাবি করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। পঞ্চায়েত ভোট মিটে গেলে যে কোনও সময় ফের ইডি অফিসে যাবেন বলে চিঠিতে তাঁদের জানিয়েছেন সায়নী। এদিন এমনই জানিয়েছেন কুণাল।

Advertisment

এর আগে গত শুক্রবারও তাঁকে ডেকে পাঠিয়েছিল ইডি। টানা প্রায় সাড়ে ১১ ঘণ্টা ধরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন সায়নী। গত শুক্রবার তাঁকে জিজ্ঞাসাবাদ শেষের পর ফের এক দফায় তাঁকে তলব করা হয়। তবে দ্বিতীয় দফায় এই হাজিরা আপাতত এড়ালেন সায়নী। নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষের সঙ্গে তাঁর কোনও আর্থিক লেনদেন হয়েছিল কিনা, বা কুন্তলের সঙ্গে তাঁর ব্যসায়িক কোনও স্বার্থ জড়িত কিনা মূলত সে বিষয়েই সায়নী ঘোষকে জিজ্ঞাসাবাদ ইডির।

ভোটের মুখে সায়নীকে এই তলবের পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে মনে করে তৃণমূল। দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের কথায়, 'যখন নবজোয়ার চলছে তখনই অভিষেককে ডাকছে। ওঁর স্ত্রীকেও হেনস্থা করেছে। ইডির তলবে আজ যাবেন না সায়নী। আজ বুধবার সায়নী ঘোষ বর্ধমানের গলসিতে প্রচারে যাচ্চেন। আজ তিনি তদন্তকারী এজন্সিকে চিঠি দিয়ে জানিয়েছেন, যেহেতু সামনে ভোট তাই ভোটের পর যেদিন এজেন্সি ডাকবে তিনি নিশ্চিতভাবে সহযোগিতা করবেন। ইডির দাবি মতো ৫৩০ পাতার নথি পাঠিয়েছেন সায়নী। তিনি রওনা হয়ে গিয়েছেন। দলের প্রচারে তিনি অংশ নেবেন। সায়নীকে ঘোষকে মৌখিকভাবে আসতে বলা হয়েছিল। বোধ হয় কোনও সমন পাঠানো হয়নি।'

Advertisment

আরও পড়ুন- আবহাওয়ায় তুমুল বদলের জোরালো সম্ভাবনা! দক্ষিণবঙ্গে মারকাটারি বৃষ্টি কবে থেকে?

ইতিমধ্যেই সায়নীর কাছ থেকে তাঁর সম্পত্তি সম্পর্কিত একাধিক ডকুমেন্টস নিয়েছে কেন্দ্রীয় সংস্থা। আজও বেশ কিছু নথি নিয়ে তাঁকে দেখা করতে বলেছে ইডি। গত শুক্রবার ইডির জিজ্ঞাসাবাদ শেষে বেরনোর সময় সায়নী বলছিলেন, ‘আমার কাছে খুবই মামুলি কয়েকটি নথি চাওয়া হয়েছিল। সেই সব নথি খতিয়ে দেখে তদন্তকারীরা আমাকে কিছু প্রশ্ন করেন, কয়েকটি জিনিসের ব্যাখ্যা চান। আমাকে বলেন, আরও কয়েকটি নথি জমা দিতে হবে।’

তিনি আরও বলেছিলেন, ‘এটা খুব গুরুত্বপূর্ণ তদন্ত। এর সঙ্গে লক্ষ লক্ষ যুবর ভবিষ্যৎ জড়িয়ে রয়েছে। আমাকে যদি তদন্তে সহযোগিতা করতে বলা হয় আমি অবশ্যই করব। আমাকে ৫ তারিখে ডেকেছে। যদি আরও ৫ বার ডাকে আরও ৫ বার যাব। আমার তো লুকনোর কিছু নেই।’

Enforcement Directorate West Bengal ED Sayani Ghosh Recruitment Scam WB SSC Scam Kuntal Ghosh