TMC Candidate List: সমাজ মাধ্যমে শিব লিঙ্গে কন্ডোম পরানো ছবি পোস্ট করা নিয়ে অভিনেত্রী সায়নী ঘোষের বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগে এফআইআর দায়ের করেছিলেন মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথা বিজেপি নেতা তথাগত রায়। যা নিয়ে দীর্ঘ সময় ব্যাপক চর্চা হয়।
Sayani Ghosh In TMC campaign: বিধানসভার পর লোকসভা, ফের যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষকে প্রার্তী করেছে তৃণমূল। প্রার্থী তালিকা ঘোষণার একদিন পরই আবারও শিবের মাথায় জল ঢেলে লোকসভা ভোটের প্রচার শুরু করলেন সায়নী। এবার তিনি যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী।
Advertisment
রবিবার ব্রিগেডের জনগর্জন সভা থেকে রাজ্যের ৪২ লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। দেখায় যায় তালিকায় যাদবপুর থেকে ভোটযুদ্ধে জোড়-ফুলের প্রতীক হাতে নামবেন সায়নী। নাম ঘোষণার পর প্রচারে আর দেরি করতে রাজি নন তৃণমূলের এই যুব সভানেত্রী। সোমবার সকালে বারুইপুরে প্রচার সারেন তিনি। দক্ষিণ কলকাতার বাড়ি থেকে বেরনোর সময় স্থানীয় মন্দিরে পুজো দেন। নিজের সামাজিক মাধ্যমে সেই ভিডিও পোস্ট করেছেন খোদ সায়নী-ই। ভিডিও-তে দেখা যাচ্ছে, এলাকার মন্দিরে শিবের মাথায় জল ঢেলে, অন্য়ান্য বিগ্রহের পায়ে ফুল দিচ্ছেন সায়নী ঘোষ। ভিডিও-র ক্যাপশনে লেখা- 'সকালে পাড়ার মন্দিরে পুজো দিয়ে দিনের শুরু এবং পাড়ার সকলের আশীর্বাদ ও স্বতঃস্ফূর্ত ভালোবাসা পেয়ে আমি অভিভূত…'
একুশের বিধানসভা ভোটে আসানসোল দক্ষিণ কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছিল সায়নী ঘোষকে। সে বছর ৭ই মার্চের প্রাচারে প্রথমেই শিবলিঙ্গে ফুল মালা দিয়ে পুজো করেছিলেন তিনি। তারপরই ওই তারকা প্রার্থীর মন্তব্য ছিল, 'শিব আমারও দেবতা।'
উল্লেখ্য, সমাজ মাধ্যমে শিব লিঙ্গে কন্ডোম পরানো ছবি পোস্ট করা নিয়ে অভিনেত্রী সায়নী ঘোষের বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগে এফআইআর দায়ের করেছিলেন মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথা বিজেপি নেতা তথাগত রায়। যা নিয়ে দীর্ঘ সময় ব্যাপক চর্চা হয়।