TMC MLA Oath Controversy: শপথ বিতর্ক যেন কেটেও কাটে না। তৃণমূলের জয়ী দুই বিধায়ককে আবারও চিঠি রাজ্যপাল সিভি আনন্দ বোসের। বরানগরের তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং ভগবানগোলার তৃণমূল বিধায়ক রেয়াত হোসেন সরকারের শপথ অসাংবিধানিক বলে চিঠিতে জানিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)।
বহু জটিলতার পর বরানগরের তৃণমূল বিধায়ক থেকে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee) এবং ভগবানগোলার তৃণমূল বিধায়ক রেয়াত হোসেন সরকারকে (Reyat Hossain Sarkar) শপথবাক্য পাঠ করিয়েছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তবে রাজ্যপাল সিভি আনন্দ বোস মনে করেন, বিধায়কদের শপথবাক্য পাঠ করানোর এক্তিয়ার অধ্যক্ষের নেই। এর আগে সিভি আনন্দ বোস দুই বিধায়ককে শপথবাক্য পাঠ করানোর দায়িত্ব দিয়েছিলেন ডেপুটি স্পিকারকে। তবে ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় দুই বিধায়ককে শপথবাক্য পাঠ করানোর অনুরোধ করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে।
এবার রাজ্যপাল দুই বিধায়ককে চিঠিতে জানিয়েছেন, যদি ডেপুটি স্পিকার তাদের শপথবাক্য পাঠ না করিয়ে থাকেন তবে তাদের শপথ অসাংবিধানিক। দুই বিধায়কের ৫০০ টাকা জরিমানা হওয়ার কথাও চিঠিতে জানিয়েছেন রাজ্যপাল। চিঠিতে রাজ্যপাল আরও লিখেছেন, শপথ নিয়ে রাজ্যপালের নির্দেশ পালন না করাটা সংবিধানের পরিপন্থী।
আরও পড়ুন - Dilip Ghosh: ‘সংগঠন জানি, আন্দোলন জানি, ভোট করাতে জানি না’, দিলীপের মন্তব্যে তুঙ্গে চর্চা!
আরও পড়ুন- Eastern Rail: ভাবতেই পারবেন না! অকল্পনীয় তৎপরতায় দুরন্ত দৃষ্টান্ত রেলের
উল্লেখ্য, বরানগর এবং ভগবানগোলা উপনির্বাচনে জয়ী হয়েছিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকার। শুরু থেকেই তাদের শপথ গ্রহণ প্রক্রিয়া নিয়ে জটিলতা তৈরি হয়। রাজভবনে গিয়ে শপথ নিতে চাননি তারা। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, রাজ্যপাল চাইলে বিধানসভা ভবনে শপথ গ্রহণ অনুষ্ঠান হতে পারে। রাজ্যপাল বিধানসভায় এসে জয়ী বিধায়কদের শপথ বাক্য পাঠ করাতে রাজি হননি।
আরও পড়ুন- Hilsa Fish: থলে-ভর্তি করে নকল ইলিশ কিনছেন না তো? আসল চিনবেন কীভাবে?
আরও পড়ুন- Kolkata Metro: ভাবতেই পারবেন না! অভূতপূর্ব সাফল্যের শিখর স্পর্শ কলকাতা মেট্রোর
দুই বিধায়ককে শপথ বাক্য পাঠ করানোর দায়িত্ব ডেপুটি স্পিকারকে দিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় জয়ী দুই বিধায়ককে শপথ বাক্য পাঠ করানোর অনুরোধ করেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে। গত ৫ জুলাই বিধানসভায় সায়ন্তিকারদের শপথ বাক্য পাঠ করিয়েছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।